সম্প্রতি লিটল বাংলাদেশ লস এঞ্জেলেসে প্রতিষ্ঠিত হয়েছে নতুন ক্লাব, ‌ইউএসএ বাংলা ফিফটি ক্লাব।
লস এঞ্জেলেস কমিউনিটিতে প্রাইভেট ক্লাব হিসাবে যারা ৫০ এর উর্দ্ধে বয়স তারাই শুধু উক্ত ক্লাবের সদস্য হওয়ার যোগ্যতা রাখবে।

আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ আলম তিনি জানান যে, লিটল বাংলাদেশে এই ক্লাব অচিরেই উদ্বোধন করা হবে যেখানে সদস্যবৃন্দ আড্ডা থেকে শুরু করে খাওয়া দাওয়া সহ বিভিন্ন প্রগ্রামে অংশগ্রহণ করতে পারবে  

স্বাস্থ্যের জন্য নিয়জিত ইয়োগা সহ বিনোদন মূলক অনুষ্ঠানাদির ব্যাবস্থা থাকবে এবং ভবিষ্যতে ক্লাবের সদস্যদের জন্য আবাসিক প্রকল্প প্রণয়ন করা হবে বলে আহ্বায়ক জানান   ইউএস বাংলা ৫০ ক্লাব, একটি দৃষ্টান্তমূলক ইউনিক ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে জানান আলম প্রবাস বাংলার প্রতিনিধিকে জানান  

Previous post ইউএস বাংলার বক্তব্য : ‘কন্ট্রোলরুম থেকে ভুল বার্তা দেয়া হয়েছিলো’
Next post লস এঞ্জেলেস ফ্যাশন শো’তে বাংলাদেশ
Close