অজ্ঞাতপরিচয় যুবকের ছুরিকাঘাতে আহত ড. মুহাম্মদ জাফর ইকবালকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ আনা হয়েছে। শনিবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান সন্ধ্যায় জানিয়েছিলেন, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের চিকিৎসার জন্য সিলেট থেকে ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হচ্ছে। এর আগে ছুরিকাঘাতে আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দীর্ঘদিন ধরেই মৌলবাদীদের হুমকির মধ্যে থাকা দেশবরেণ্য এ অধ্যাপকের ওপর শনিবার বিকেলে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়। পেছন থেকে তার মাথায় ছুরিকাঘাত করা হয়।এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করে গণপিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষে আটক করে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা।
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষ করে ১৯৮৮ তে বিখ্যাত বেল কমিউনিকেশনস রিসার্চ (বেলকোর) এ গবেষক হিসাবে যোগ দেন জাফর ইকবাল। কিন্তু দেশের টানে তিনি ১৯৯৪ সালে বাংলাদেশে ফিরে এসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে যোগ দেন। মুক্তিযুদ্ধের সময় বাবাকে হারানো জাফর ইকবাল বাংলাদেশের বিশিষ্ট লেখক হুমায়ূন আহমেদের ভাই।
ভাইয়ের মতো জাফর ইকবালও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে লেখালেখি করেছেন সব সময়। আর লেখনির কারণে তিনি বারবার রোষানলে পড়েছেন উগ্রবাদীদের। তার ওপর হামলার হুমকি দিয়ে ২০১৬ সালের ১২ অক্টোবর ব্যক্তিগত মোবাইল ফোনে এসএমএমও পাঠানো হয়। ওই বছরেই জাফর ইকবালের নিরাপত্তায় পুলিশ দেয়া হয়। কিন্তু তিনি সে নিরাপত্তা পরে ফিরিয়ে দেন। ২০১৫ সালে শাবিপ্রবিতে উপাচার্য বিরোধী আন্দোলনে সস্ত্রীক সক্রিয় ছিলেন তিনি।সেসময় তার স্ত্রীসহ অন্য শিক্ষকরা ছাত্রলীগের হামলার শিকার হন।
More Stories
আন্দোলন দমনে সরকার বিভিন্ন কৌশল নেবে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয়েছে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। সরকার ও সরকারের এজেন্টরা আন্দোলন দমন...
পাঠ্যবইয়ে যেসব ভুল বেরিয়েছে, তার অধিকাংশ ১০ বছর আগের: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘পাঠ্যবইয়ে যেসব ভুল বেরিয়েছে, তার অধিকাংশ ১০ বছর আগের। পাঠ্যবইয়ে কোনো ভুল যদি থাকে, সেটা...
আজরাইল সরকারের পেছনে ঘুরছে, ফখরুল জানেন কীভাবে : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে প্রশ্ন করেছেন, ‘আপনি কি আল্লাহর ফেরেশতা? আপনি...
বিএনপির আন্দোলন ভাটার দিকে যাচ্ছে : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মির্জা ফখরুল লাল কার্ড দেখাতে গিয়ে শূন্য হাতে...
‘আ.লীগ ১৯৭৫ সালেই গণতন্ত্রকে হত্যা করেছে’
‘১৯৭৫ সালের ২৫ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের লক্ষে বাকশাল প্রতিষ্ঠা করে। আজ সেই কালো দিন।...
রাশিয়া বাংলাদেশকে বিপদে ফেলবে না: প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর
রাশিয়া বাংলাদেশকে কোনো বিপদে ফেলবে না বলে প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের...