বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে মেধার ভিত্তিতে প্রবাসীর সন্তানদের কোটা সংস্কারের দাবি জানিয়েছে কাতারে বাংলাদেশ লেখক-সংবাদিক অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার দোহার একটি হোটেলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আব্দুর রহমান আনোয়ারীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।
সম্প্রতি দোহা আন্তর্জাতিক আন্তঃধর্ম সংলাপ কেন্দ্রের আমন্ত্রণে কাতারে আসা বরেণ্য এই শিক্ষাবিদ রাজধানী দোহায় অনুষ্ঠিত ১৩তম ‘দোহা আন্তঃধর্মীয় সংলাপ সম্মেলনে’ যোগ দিয়ে তথ্যনির্ভর বক্তব্য ও উপস্থাপনার জন্য স্বর্ণপদকে ভূষিত হন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সম্মাননা শুধু আব্দুর রহমান আনোয়ারীর একার নয়, বরং কাতারে বসবাসরত চার লক্ষাধিক বাংলাদেশির এবং সর্বোপরি বাংলাদেশের সম্মান।
বক্তারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠান। অথচ প্রবাসীদের জন্য তেমন কোনও সুযোগ-সুবিধা থাকে না। প্রবাসীদের ছেলে-মেয়েদের জন্য অন্ততপক্ষে শিক্ষা ক্ষেত্রে মেধাভিত্তিক কোটা প্রথা চালু করা হোক।
অনুষ্ঠানের শেষ পর্বে আব্দুর রহমান আনোয়ারীকে একটি ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
সংগঠনের সভাপতি এনটিভির কাতার প্রতিনিধি অধ্যাপক একেএম আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক নুর মোহাম্মদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, কাতার ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. ইসরাত হোসেন, বাংলাদেশ এম এইচ এম স্কুল ও কলেজের প্রভাষক আবু শামা।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুস সাত্তার, শাহজাহান সাজু, কফিল উদ্দিন, মাহবুব আলম চৌধুরী, মাওলানা ইউসুফ নূর, প্রকৌশলী আশরাফ উদ্দিন, শাহ আলম খন্দকার, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক কবি মফিজুর রহমান প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি একুশে টিভি কাতার প্রতিনিধি এম এ সালাম, সিনিয়র সদস্য এটিএন বাংলা কাতার প্রতিনিধি হারুন অর রশিদ মৃধা, শরিফ উদ্দীন প্রমুখ।
More Stories
যুক্তরাষ্ট্রে মোটরসাইকেল মিছিলে গুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে একটি মোটরসাইকেল শোভাযাত্রায় গুলিতে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শনিবার রেড রিভার শহরে...
দুই দিনে সৌদি পৌঁছেছেন ৩ হাজার ৪৬৯ হজযাত্রী
হজ ফ্লাইট শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৩ হাজার ৪৬৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন...
দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আগামী ২৩-২৫ মে অনুষ্ঠেয় কাতার ইকোনমিক ফোরাম (কিউইএফ) ২০২৩-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী...
ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হককে সম্মানিত করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী এস পি সিং বাঘেল
ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হককে সম্মানিত করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী এস পি সিং বাঘে নিসা আহসান প্রেস ক্লাব অফ আগ্রা,...
কোরিয়া টাউন নেইবারহুড কাউন্সিল নির্বাচনে সর্বোচ্চ ভোটে সাজিয়া হক জয়ী
আমেরিকার লস এঞ্জেলেসের লিটিল বাংলাদেশ এলাকার গত ৪ই মে উইলশ্যায়ার সেন্টার কোরিয়াটাউন নেইবারহুড কাউন্সিলে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ১৮...
ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত
জার্মানির ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব এবং রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে...