Read Time:3 Minute, 55 Second

সুইজ্যারল্যান্ড আওয়ামী লীগের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

স্থানীয় লুজান শহরের একটি হলরুমে এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করে আওয়ামী লীগ।

সুইজ্যারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল খানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সুইজ্যারল্যান্ড বাংলাদেশ মিশনের ইকনোমিক মিনিষ্টার সুপ্রিয় কুমার কুন্ডু। এ সময় বিশেষ অতিথি ছিলেন সুইজ্যারল্যান্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেন জহির, সুইজারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের হেড অব চেন্সরী এমদাদ ইসলাম চৌধুরী, সুইজ্যারল্যান্ড আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আসকির মিয়া ,সহ-সভাপতি
মুজিবুর রহমান কিরন।

অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলনের বীর শহীদদের ন্সরনে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সুইজ্যারল্যাণ্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।পর্যায়ক্রমে অনুষ্ঠানে উপস্থিত নারী পুরুষ এবং সুইজ্যারল্যাণ্ডে বেড়ে উঠা নতুন প্রজন্মের শিশুরাও শ্রদ্ধা জানায়।

আবু বকর মোল্লার কোরআন তেলায়াত, সুইজ্যারল্যাণ্ড আওয়ামীলীগের উপদেষ্টা অশোক কুমার সরকার রবির গীতা পাঠ ও সহ সভাপতি অরুন বড়ুয়ার ত্রিপিটক পাঠ এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এ সময় বক্তব্য রাখেন সুইজ্যারল্যাণ্ড আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল্লাহ চৌধুরী, স্বপন হাওলাদার, যুগ্ম সাধারন সম্পাদক মাসুম খান দুলাল, বিপুল তালুকদার, ব্লগার অমি রহমান পিয়াল, আওয়ামী নেতা পারভেজ ভূইয়া, মুন্সি মিজান, প্রচার সম্পাদক সিহাব উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক সসীম গৌড়ী চরন, নেত্রী তানজিনা মাহবুব সহ প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শশি খানের প্রাণবন্ত উপস্থাপনায় ২১শের গান পরিবেশন করেন গৌড়ী চরণ রিমি, জলি চৌধুরী, লিমা বড়ুয়া, দেলোয়ারা হোসেন দিলু, রিমা খান , আখিনূর আক্তার সহ আরো অনেকে।রায়াত খান ও রাদিত খান বাংলা কবিতা আবৃত্তি করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সুইজ্যারল্যাণ্ড আওয়ামী লীগের উপদেষ্টা মুনির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ গোলাম কামরুজ্জামান রিপন, দপ্তর সম্পাদক মাহবুব হোসেন সুমন, টিটো ইসলাম সহ আরো অনেকে।
অনুষ্ঠানে শিশুদের মাঝে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরতে শ্লোগানযুক্ত প্ল্যাকার্ড নিয়ে ডিসপ্লে করা হয়।এ ছাড়াও শিশুদের বর্ণমালা শেখাতে দেয়ালে অক্ষর যুক্ত পোষ্টার লাগানো হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post স্পেন আওয়ামী লীগের সভাপতি রবিন, সম্পাদক আব্দুর রহমান
Next post প্রবাস মতামত : কনসুলেটের বিকৃত সংবাদ প্রসঙ্গে
Close