দ্বিতীয়বারের মত প্যারিসে সকল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মিলিত প্রয়াসে উদযাপিত হলো মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।সম্মিলিত একুশ উদযাপনের উদ্যোগে কর্মব্যস্ততার দিনেও সকল বয়সের প্রবাসীরা একুশের সাজে জড়ো হন রিপাবলিকে।
এদিন সকলের মিলিত কণ্ঠে একুশের গান আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গাওয়া হয়। শহীদ মিনারে ফুল দিতে আসেন অনেক বিদেশিরাও। শিশু থেকে বৃদ্ধ সবার হাতে হাতে ছিল ফুল। রিপাবলিকে শহীদ মিনার ও এর আশপাশ এলাকা হয়ে ওঠে লোকে লোকারণ্য।
পুষ্পস্তবক অর্পণের পুরোটা সময় শহীদ মিনারে আসা বিভিন্ন সংগঠনের কর্মী, সাধারণ মানুষ স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রাখেন।প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনার ঘিরে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়।
এরপর একে একে সম্মিলিত একুশ উদযাপন , বাংলাদেশ এসোসিয়েশন , মুক্তিযুদ্ধা সংহতি পরিষদ , ফ্রান্স আওয়ামীলীগ , ফ্রান্স বিএনপি , জাতীয় পার্টি ফ্রান্স , ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন ইপিবিএ , সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি , বরিশাল বিভাগীয় কমিউনিটি , সুনামগঞ্জ জেলা সমাজ কল্যাণ সমিতি , মৌলভীবাজার জেলা যুব সমিতি , চাঁদপুর জেলা সমাজ কল্যাণ সমিতি , উত্তরবঙ্গ সমাজ কল্যাণ সমিতি , মুন্সিগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন , যুবলীগ ফ্রান্স , যুবদল ফ্রান্স কেন্দ্রীয় কমিটি , সর্ব ইউরোপিয়ান যুবদল , নাগরিক মুক্তি পরিষদ , ছাত্রলীগ ফ্রান্স , বাংলা স্কুল , বিয়ানিবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি , বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্ট , বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশন , গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ , গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস , গোপালগঞ্জ জেলা সমিতি , স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী , কুলাউড়া ওয়েল ফেয়ার এসোসিয়েশন , প্যারিস বাংলা প্রেস ক্লাব , অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব , সারগাম , ফসে আভেক রাব্বানী , বিসিএফ ,ফেঞ্চুগঞ্জ অয়েল ফেয়ার এসোসিয়েশন , ওসমানীনগর ওয়েল ফেয়ার এসোসিয়েশন ,দক্ষিণ সুরমা ফ্রেন্ডস ক্লাব ,ছাতক দোয়ারা জনকল্যাণ পরিষদ ,সুনামগঞ্জ সদর সমাজ কল্যাণ সংগঠন ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্যারিস ফ্রান্স ,ইপিএস বাংলা ,রাজনগর সমাজ কল্যাণ সংস্থা , সিলেট সদর ,গোয়াইনঘাট জনকল্যাণ পরিষদ ,ছাতক দোয়ারা এসোসিয়েশন ,সচেতন সিলেট বাসি ,এমসি কলেজ সাবেক ছাত্র পরিষদ ,ফ্রান্স অনলাইন সংলাপ পাঠক মেলা ,বাংলাদেশ মানবাধিকার কমিশন ,হিউমেন রাইটস এন্ড পিস্ ফর বাংলাদেশ , নোয়াখালী মানবকল্যান পরিষদ ,এসোসিয়েশন সাই পারি , সুরঞ্জিত সেন গুপ্ত স্মৃতি পরিষদ ,ইউরোপিয়ান জম্মু ইন্ডিজিনাস কাউন্সিল , ইউরোবাংলা টেলিভিশন , বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স শাখা সহ ফ্রান্সের বিভিন্ন সামাজিক সংগঠন ।
বিশিষ্ঠ মুখাভিনেতা পার্থ প্রতিম মজুমদার বলেন ‘একুশকে ধারণ করতে হবে অস্তিত্বে এবং এ চেতনা বাস্তবায়নে হতে হবে আত্মপ্রত্যয়ী।ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, ‘তাঁদের আত্মত্যাগেই বিশ্বসভায় বাংলা আজ স্বমহিমায় প্রতিষ্ঠিত।’ তিনি প্রবাসে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন সম্মিলিত একুশ উদযাপনের প্রশংসা করে বলেন প্যারিস জুড়ে বাংলা ভাষার আওয়াজ প্রসারিত হয়েছে সম্মিলিত উদ্যোগে একুশের ব্যাপকতা বাড়িয়ে তুলতে হবে একই সাথে সর্বস্তরে বাংলা প্রচলনের এবং ভাষা ও বর্ণমালা সংরক্ষণের দাবি জানান।
More Stories
নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে গণহত্যা দিবস পালন
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে গণহত্যা দিবস পালন করা হয়েছে। স্থানীয় সময় শনিবার দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী...
ভাগ্য ফেরাতে সৌদি গিয়ে লাশ হয়ে ফিরছেন শ্যালক-দুলাভাই
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। ওমরাহ শেষে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে শনিবার বাংলাদেশ সময় রাত...
গ্রিসে অবৈধ প্রবাসীদের পাসর্পোট দিচ্ছে বাংলাদেশ
গ্রিস, মাল্টা ও আলবেনিয়ায় বসবাসরত অনিয়মিত প্রবাসী বাংলাদেশিদের জন্য আবারও এমআরপি পাসপোর্টের আবেদনের সুযোগ দিয়েছে গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের...
জাতিসংঘের সামনে বিএনপির র্যালি
নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে ২১ মার্চ অপরাহ্নে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মানববন্ধন শেষে...
ডব্লিউইএসটিতে শতভাগ স্কলারশিপ পাবেন নাসা অ্যাপ চ্যালেঞ্জজয়ী বাংলাদেশিরা
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার গ্রেটফলসে এক নৈশভোজের মাধ্যমে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ জয়ী দুই চ্যাম্পিয়ন টিমকে উঞ্চ অভ্যর্থনা জানিয়েছেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব...
ইন্টারপোলের রেড নোটিশে আরাভ খান
পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নামে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ইন্টারপোল...