বিরুষ্কার প্রেম থেকে বিয়ে কোনো কিছুই মিডিয়ার আড়ালে ছিল না। তাদের প্রতিটি কর্মকাণ্ডই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার তাদের চুম্বনের একটি ছবি ভাইরাল। অনুষ্কাকে বাহুবন্ধনীতে আবদ্ধ করে ‘ঠোঁটে ঠোট ব্যারিকেড’ গড়ে দিয়েছেন বিরাট কোহলি।
‘দ্য কিস’ বলতে এতদিন ধরে নিউইয়র্কের টাইমস স্কোয়ারের সামনে মার্কিন নাবিক আর এক নার্সের যে চুম্বন দৃশ্য অমরত্ব পেয়েছে, সেই নস্টালজিয়াকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বিরুষ্কা। কারণ, প্রখর সূর্য কিরণ আর চন্দ্রের আভাকে ম্লান করে দেওয়ার মত এক চুমুক চুমুতেই সব আলো শুষে নিয়েছেন বিরাট। দেবাশিস দত্তকেও বোধহয় এবার হাত কামড়াতে হচ্ছে, ‘ইস, বিরাটইজম লেখার আগে এই একটা চুমু কেন আমার হাতের নাগালে এল না!’
যা দেখছি সত্যি দেখছি তো? ‘ওয়ান অ্যান্ড অনলি’ -অনুষ্কাকে বাহুবন্ধনীতে আবদ্ধ করে ‘ঠোঁটে ঠোট ব্যারিকেড’ গড়ে দিয়েছেন বিরাট কোহলি। ওষ্ঠের মধ্যে ওষ্ঠ, যেন `স্মোক্স অ্যান্ড হুইস্কি`র স্বাদ নিচ্ছেন ভারত অধিনায়ক। ইনস্টাগ্রামের একটা পোস্টের মাধ্যমে মঙ্গলবারের `ড্রাই ডে`ও যেন হয়ে গেল আচ্ছন্ন!
প্রেমের সপ্তাহ বলতে যা বিশ্ব বোঝে, সেই `ভ্যালেন্টাইন উইক` পার হয়ে গিয়েছে অনেক আগেই। ৭ থেকে ১৪ (ফেব্রুয়ারি), গোটা বিশ্ব চকোলেট খেয়েছে, গোলাপ বিনিময় করছে, প্রেম নিবেদন করেছে, চুমুও খেয়েছে। তাহলে হঠাৎ ২০ ফেব্রুয়ারি এমন কী করলেন বিরাট?
`পরী`র জন্য আরও একটা `প্রেমকাব্য` রচনা করলেন ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স’। বিরুষ্কার বিয়েটা যদি ‘ওয়েডিং অব দ্য ইয়ার’ হয়, তাহলে এই এক চুমুক চুমুকে বলতেই হচ্ছে `কিস অব দ্য সেঞ্চুরি`।
উল্লেখ্য, বিরাট কোহলি এখন দক্ষিণ আফ্রিকায়। অন্যদিকে নিজের ছবি নিয়ে ব্যস্ত অনুষ্কা। তবে নববিবাহিত দম্পতি যে ভৌগলিক দূরত্ব সরিয়ে দিয়ে একে অপরের মণিকোঠায় অধিষ্ঠিত হয়েছেন, এই ছবি তারই দৃষ্টান্ত
More Stories
ভালোবাসার দিন
ভালোবাসা এমন এক চেতনা, যা জীবনের প্রতিটি দিনে, প্রতিক্ষণে অনুভূত ও উদযাপিত হওয়া উচিত। তবু আমাদের কাছে একটি দিন ভ্যালেন্টাইনস...
শিল্পকলায় বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের কর্মশালা ভিত্তিক প্রোযোজনা ও জার্নাল প্রকাশিত
মূকাভিনয় হচ্ছে একটি শক্তিশালি শিল্প মাধ্যম। যা কথা না বলেও সবাইকে মনের কথা বলে দেয়। বাংলাদেশেও এর চর্চা বহুদিনের। তবে...
ঢাকায় শুরু হচ্ছে কাজী মশহুরুল হুদার মূকাভিনয় কর্মশালা
মাইম আইকন কাজী মশহুরুল হুদার তত্বাবধানে ঢাকায় বাঙলা মূকাভিনয়ের প্রযোজনা কেন্দ্রিক কর্মশালা শুরু হতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে। ১২...
মিস ইউনিভার্স হলেন মার্কিন সুন্দরী গ্যাব্রিয়েল
এবারের মিস ইউনিভার্সের মুকুট জিতলেন মার্কিন সুন্দরী আরবনি গ্যাব্রিয়েল। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসে মডেলিংয়ের সঙ্গে জড়িত। মিস ইউনিভার্সের ৭১তম আসরে বিশ্বের...
খুলনা বিভাগীয় বাঙলা মূকাভিনয় কর্মশালা সম্পন্ন
বাংলাদেশের মূকাভিনয়ের স্বরূপ বিনির্মাণের লক্ষ্যে বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের আয়োজনে তিন দিনব্যাপী "বাঙলা মূকাভিনয় কর্মশালা" সফলভাবে সম্পন্ন হয়েছে জেলা শিল্পকলা...
নাইজেরিয়ায় ‘হাসিনা: অ্যা ডটারস টেল’
ইরান ও চীন দূতাবাসের যৌথ উদ্যোগে নাইজেরিয়ার রাজধানী আবুজাস্থ চীনা সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত ৪র্থ এশিয়া চলচ্চিত্র উৎসবে শতাধিক দর্শকের উপস্থিতিতে...