যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্কুলে বন্দুক হামলাকারীর পরিকল্পনার আঁচ পেয়েও ব্যবস্থা নেওয়া হয়নি—কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরোর (এফবিআই) এমন স্বীকারোক্তির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের একহাত নিয়েছেন। গত শুক্রবার তিনি টুইট বার্তায় গোয়েন্দাদের ‘আসল কাজে’ মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

ফ্লোরিডার পার্কল্যান্ডে মারজরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে গত বুধবার সাবেক শিক্ষার্থী নিকোলাস ক্রুজের বন্দুক হামলায় ১৭ জন নিহত হয়। গত শুক্রবার এফবিআই জানায়, নিকোলাসের হামলার পরিকল্পনার ব্যাপারে তার এক ঘনিষ্ঠ সূত্রের কাছে থেকে গত ৫ জানুয়ারি তথ্য পেয়েছিল তারা; কিন্তু এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এরপর গতকাল শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প টুইট বার্তায় বলেন, ‘ফ্লোরিডার স্কুলে হামলাকারীর দিক থেকে পাওয়া এত ইঙ্গিতের কোনোটাতেই এফবিআইয়ের মনোযোগ দিতে না পারাটা দুঃখজনক। এটা মেনে নেওয়া যায় না। ট্রাম্প সহযোগীদের সঙ্গে রুশদের আঁতাত প্রমাণ করার চেষ্টায় তারা বড্ড বেশি সময় ব্যয় করছে। কোনো আঁতাত হয়নি। আসল কাজে ফিরুন এবং আমাদের সবাইকে গর্বিত করুন।’ সূত্র : এএফপি।

Previous post নিউইয়র্কে ড. ওয়াজেদ মিয়ার জন্মদিন উদযাপন
Next post বিরাট-অনুষ্কার মধুর চুম্বন
Close