সন্ত্রাস দমন অথবা অন্য কোন মানবিক দায়িত্ব পালনে বিদেশে অবস্থানরত মার্কিন সৈন্যদের জন্য যে অর্থ ব্যয় হচ্ছে, তা দিয়ে তেমন সফলতা দেখা যাচ্ছে না। এর চেয়ে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে ৮ গুন কম অর্থ ব্যয় করে ভালো রেজাল্ট পাওয়া গেছে। এ তথ্য প্রকাশ করেছে মার্কিন কংগ্রেসে স্বাধীন একটি সংস্থা ‘ইউএস গভর্ণমেন্ট একাউন্টিবিলিটি অফিস’। ২০১৯ অর্থ বছরের বাজেটে প্রতিরক্ষা খাতে চলতি বাজেটের চেয়ে ৭% বেশী বরাদ্দ করার পরিপ্রেক্ষিতে এই পর্যালোচনা উপস্থাপন করা হলো।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহে এবারও প্রস্তাবিত বাজেটে জাতিসংঘ কার্যক্রমে বরাদ্দ কমিয়ে দেয়া হয়েছে।
জানা গেছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির সাথে জাতিসংঘ একমত পোষণ না করায় ক্ষুব্ধ ট্রাম্প জাতিসংঘের অনুদানও বন্ধের হুমকি দিয়েছেন। জাতিসংঘকে বিশ্বের জন্যে ‘বোঝা’ হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী জেমস মেটিস।
ট্রাম্পের এহেন মনোভাবের কঠোর সমালোচনা করে ‘ইউএস গভর্নমেন্ট একাউন্টিবিলিটি অফিস’ বলেছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাজেট কমিয়ে ট্রাম্প শুধু যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থকেই খর্ব করেননি, আমেরিকান ট্যাক্স-প্রদানকারিদের সাথেও ধাপ্পাবাজি করছেন।
প্রসঙ্গত, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জন্যে ২০১৭ সালের বাজেটেও যুক্তরাষ্ট্র ২৫% কন্ট্রিবিউট করেছে। সারাবিশ্বে ৯৫ হাজার ৫৪৪ জন সৈন্য, ৫০০৪ জন আন্তর্জাতিক অফিসার, ১০১৪৯ জন স্থানীয় অফিসার, জাতিসংঘের স্বেচ্ছাসেবক ১৫৯৭জন শান্তিরক্ষা মিশনে কাজ করছেন।
কংগ্রেসনাল বাজেট অফিসের তথ্য অনুযায়ী, একমাত্র সেন্টাল আফ্রিকান রিপাবলিকেই শান্তিরক্ষা মিশনের ৩ বছরের বাজেট ২.৪ বিলিয়ন ডলার। এরমধ্যে যুক্তরাষ্ট্র দিয়েছে ৭০০ মিলিয়ন ডলার। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পরিবর্তে সেন্ট্রাল আফ্রিকার দেশসমূহের দাঙ্গা নিয়ন্ত্রণে মার্কিন সৈন্য পাঠানো হচ্ছে। এজন্যে যুক্তরাষ্ট্রের ব্যয় হবে কমপক্ষে ৫.৭ বিলিয়ন ডলার।
More Stories
আরও ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে : ব্রায়ান শিলা
জাতীয় সংসদ নির্বাচনের সময় যখন ঘনিয়ে আসছে তখন বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তি, প্রতিষ্ঠান এমনকি...
আবার বাইডেনের কুকুরের কামড়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কুকুর কমান্ডারের কামড়ে সিক্রেট সার্ভিস এজেন্টে এক সদস্য আহত হয়েছেন। দুই বছর বয়সী এ জার্মান শেফার্ড...
চীনকে ঠেকাতে দুই দ্বীপকে রাষ্ট্রের মর্যাদা যুক্তরাষ্ট্রের
প্রশান্ত মহাসাগরে দ্য কুক আইল্যান্ডস ও নিউই দ্বীপকে ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের' মর্যাদা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, চীনকে এই...
ঘুষ কেলেঙ্কারিতে ফাঁসলেন র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয়া মার্কিন সিনেটর
এলিট ফোর্স র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার নেপথ্যে আর্থিক লেনদের অভিযোগ উঠেছিল শুরু থেকেই। এবার এর সত্যতা মিলতে শুরু করেছে এক...
সংঘাতপ্রবণ শীর্ষ ৫০ দেশের তালিকায় যুক্তরাষ্ট্র
বিশ্বের সবচেয়ে সংঘাতপ্রবণ ৫০টি দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। আর এই তালিকায় যুক্তরাষ্ট্রই একমাত্র পশ্চিমা দেশ। বিশ্বজুড়ে রাজনৈতিক সহিংসতার মাত্রা নির্ধারণ...
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন : শিখ নেতা নিজ্জার হত্যার বিষয়ে কানাডাকে তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র
কানাডার ভ্যাঙ্কুভার এলাকায় শিখ নেতা হারদ্বীপ সিং হত্যার পর অটোয়াকে তথ্য সরবরাহ করেছিল আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো। পশ্চিমা মিত্র কর্মকর্তাদের মতে,...