Read Time:1 Minute, 58 Second

পাওডার লাগানো চিঠি খুলে হাসপাতালে গেলেন মার্কিন প্রেসিডেন্টের পুত্রবধূ ভেনেসা ট্রাম্প৷পুলিশের মতে, ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলের ম্যানহাটনের বাড়িতে এই চিঠিটি এসেছিল৷ সেই চিঠিতেই সন্দেহজনক কিছু ছিল বলে জানা গেছে৷ তবে ভেনেসার কোনও ক্ষতি হয়নি৷ তবে এই ঘটনার পর ওই চিঠি নিয়ে তদন্ত শুরু হয়ে গেছে৷

সূত্রের খবর, ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের ম্যানহাটনের বাড়ির ঠিকানাতে এই চিঠি আসে যা খোলেন তাঁর স্ত্রী ভেনেসা ট্রাম্প৷ তাতে সাদা পাওডার লেগে ছিল বলে জানা যায়৷ এই তথ্য জানার পরই ভেনেসা এবং তাঁর সঙ্গে আরও ২ জনকে নিরাপত্তার খাতিরেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

তবে পরীক্ষার পরে জানা যায় ওই পাওডার ক্ষতিকারক কিছু নয়৷ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স জানিয়েছেন, সোমবার প্রেসিডেন্ট তাঁর পুত্রবধূর সঙ্গে কথা বলেছেন৷

এই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ট্যুইট করে জানান, সকালের ওই ঘটনার পর ভেনেসা এবং তাঁদের সন্তানেরা সুরক্ষিত রয়েছেন৷

অন্যদিকে ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্যুইট করেন, কাওকে এভাবে ভয় দেখানো উচিত নয়৷ সে সময় ভেনেসার সঙ্গে তিনি থাকতে পারলে ভালো হত বলেও জানান তিনি৷

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post একটি ঘন্টার প্রতিবাদ !
Next post মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
Close