Read Time:4 Minute, 18 Second

পুলিশ প্রহরায় টানটান উত্তেজনার মধ্যে নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট অফিসের সামনে আওয়ামী লীগ ও বিএনপির উদ্যোগে পরস্পর বিরোধী কর্মসূচি পালিত হয়েছে।

খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ থেকে কন্স্যুলেট ভবনে হামলার আশংকায় আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে প্রতিহত করার সংকল্পে মানববন্ধনের কর্মসূচি ঘিরে নিউইয়র্ক সিটিতে এমন উত্তেজনা তৈরি হয় গতকাল  শুক্রবার বিকেলে। পরস্পর বিরোধী স্লোগান এবং আক্রমণাত্মক বক্তব্য প্রদানের ঘটনা ঘটলেও বেশ কয়েক ডজন পুলিশের উপস্থিতির জন্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৩ ঘণ্টা স্থায়ী কর্মসূচি সমাপ্ত হয়। হাড় কাঁপানো ঠাণ্ডা সত্ত্বেও উভয় কর্মসূচিতে বিপুল লোক সমাগম ঘটে।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিএনপির কর্মীদের হামলার ঘটনার নিন্দা, প্রতিবাদ এবং দায়ীদের কঠোর শাস্তির দাবি জানানো হয় আওয়ামী লীগের সমাবেশ থেকে। এ সময় প্রদত্ত বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘আদালতের রায় যারা মানতে চায় না, তারা গণতন্ত্রের শত্রু। এদেরকে চিহ্নিত করতে হবে।’

এ কর্মসূচিতে নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, সম্পাদকমন্ডলীর সদস্য মিসবাহ আহমেদ, ফরিদ আলম, উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, নির্বাহী সদস্য শাহানারা রহমান, আজিজুর রহমান সাবু, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস প্রমুখ।

কন্স্যুলেট অফিসের সামনে রাস্তার অপর পাড়ে পুলিশ বেষ্টনীতে বিএনপির নেতাকর্মীরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানসহ অন্যদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবি জানান। গ্রেফতার অভিযান বন্ধ করার মধ্য দিয়ে সামনের নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিতের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তারা।

খালেদার বিরুদ্ধে রায় ঘোষণার পরই বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিউইয়র্কের এই কর্মসূচিতেও যুবদল, জাসাস, ছাত্রদল, তারেক পরিষদ, জাতীয়তাবাদী ফোরাম, মুক্তিযোদ্ধা দলের ব্যানারে নেতাকর্মীরা অংশ নেন।

নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, অধ্যাপক দেলোয়ার হোসেন, গিয়াস আহমেদ, আলহাজ্ব সোলায়মান ভূইয়া, জিল্লুর রহমান, আকতার হোসেন বাদল, জসীম ভূইয়া, জসীমউদ্দিন, এম এ বাতিন,  জাকির এইচ চৌধুরী, মিল্টন ভূইয়া, গোলাম ফারুক শাহীন, পারভেজ সাজ্জাদ, রফিকুল ইসলাম ডালিম, ফারুক হোসেন মজুমদার, কাজী আজম, রাফেল তালুকদার, এম এ সবুর, আবু সাঈদ আহমেদ, মাজহারুল ইসলাম জনি, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ইতালী রোমে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের সাম‌নে বিএন‌পির বি‌ক্ষোভ
Next post খালেদা জিয়ার সাজায় কুয়েতে বিএনপির পৃথক প্রতিবাদ সভা
Close