বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলার রায়কে ঘিরে পর্যটন নগরী মালয়েশিয়ায় বিএনপি নেতা কর্মীরাও বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ ও মানববন্ধন করেছে দলটির মালয়েশিয়া শাখা।

বিএনপি মালয়েশিয়া শাখা সভাপতি (প্রস্তাবিত) শহীদ উল্যাহ শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ কাজী সালাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন রানা, সমাজকল্যাণ সম্পাদক ইসমাইল খান, যুবদল মালয়েশিয়া শাখা যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির মোল্লা, জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক সরকার আতিকুর রহমান সোহেল, কেপং বিএনপি সাধারণ সম্পাদক মাসুদ রানা, জাতীয়তাবাদী সমবায় দল মালয়েশিয়া যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুপক প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিন্টু সরকার, বিএনপি নেতা শ্রী লিটন চন্দ্র শীল, রমজান আলী, আনোয়ার হোসেন, মোঃ আলম, জাতীয়তাবাদী সমবায় দল সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহিরসহ সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী।

Previous post ট্রাম্পের ধারণা মাথার চুল পড়ে গেলে তার সম্পদও হারিয়ে যাবে
Next post কঠোর অভিবাসন চুক্তি না হলে অচল সরকারই চান ট্রাম্প!
Close