বাংলাদেশ রিডার্স এন্ড রাইটার্স সোসাইটি ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস সহ সমগ্র আমেরিকায় বসবাসরত সকল বাংলাদেশী সাহিত্য অনুরাগীদের প্রতি বাংলাদেশের ভাষা আন্দোলন ও তার বিজয় নিয়ে সর্বোচ্চ ছয়শত শব্দের গ্রন্থ-রচনা আহৃবান করেছে।
রিডার্স রাইটার্স সোসাইটির সভাপতি সাজেদ চৌধুরী ম্যাকলিনের সম্পাদনায় একটি বৃহদাকার বই আগামী কয়েক মাসের মধ্যেই সারা বাংলাদেশ ও প্রবাসে সকল বাংলাদেশীদের কাছে পৌছাতে আপনাদের সাহায্য কামনা করছে। বইটি বাংলাদেশের স্বনামধন্য প্রকাশক দিয়ে ছাপানো হবে। আরও বিস্তারিত সংবাদ অতি শিঘ্রই জানানো হবে বলে সোসাইটির বিজ্ঞপ্তিতে জানানো হয়। লেখা পাঠানোরঠিকানা : shazed55@gmai
Previous post বাবা হলেন মুশফিক
Next post নিউইয়র্কে ভন্ডুল হলো চট্টগ্রাম সমিতির সংবাদ সম্মেলন
Close