গত ৮ই মার্চ সন্ধ্যায় লিটল বাংলাদেশ কমিউনিটি আয়োজিত লস এঞ্জেলেসের বাংলাদেশ একাডেমী মিলনায়তনে ভারতে রাষ্ট্রীয় মদদে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইন্ডিয়ার ফ্যাসিষ্ট সরকার হিসেবে আখ্যায়িত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন- লিটল বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিত্ব সামসুদ্দিন মানিক। অনুষ্ঠান পরিচালনা করেন- লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি কাজী মশহুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভারতীয় নাগরিক ইউএস গ্লোবাল বিজনেস ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কেভিন কিশোর কাউল।
সভায় একটি স্মারকলিপি পাঠ করেন ডা: সিরাজুল্লাহ। উক্ত স্মারকপত্র ভারতের রাষ্ট্রপতি, ইউনাইটেড নেশান ও প্রেসিডেন্ট ডোলাল্ড ট্র্যাম্পের কাছেও প্রেরণ করা হবে বলে সভায় জানান হয়।
প্রতিবাদ সভায় দল মত নির্বিশেষে মানবতার জন্য সমবেত হয় কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ। পৃথিবীর সকল স্থানে, সকল ধর্মের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে স্বোচ্চার হওয়ার জন্য বক্তরা একমত হয়ে আহ্বান জানান।
মোদিকে বক্তরা বর্তমান সময়ের নিউ হিটলার হিসেবে চিহ্নিত করেন। বিশেষ অতিথি কেভিন কাউল বলেন, ইউরো পদ্ধতির মত যদি আমাদের পাক-ভারত উপমহাদেশে বর্ডার সিস্টেম করা হয় তাহলেই শান্তি ফিরে আসবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আওয়াল মুহাম্মদ হোসেন, ড্যানী তৈয়ব, মিকাইল খান, আইউব হোসেন, ওয়াহিদ রহমান, শিরোজ আলম, ফয়সাল আহমেদ তুহিন, মিঠুন চৌধুরী, সৈয়দ এম হোসেন বাবু, আবু হানিফা, রেজা শাহনেওয়াজ প্রমুখ।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
