লস এঞ্জেলেসের পুরাতন প্রবাসী কমিউনিটির সমন্বয়ে গঠিত নতুন সংগঠন বাংলাদেশ আমেরিকান সোসাইটি ইউনিটি ‘উই ট্র্যাস্ট’ স্লোগানকে সামনে রেখে স্বপ্ন দেখছে লিটল বাংলাদেশ কমিউনিটিতে একটি ‘কমিউনিটি সেন্টার’ নির্মানের। স্বপ্নকে বাস্তবায়নের নিমিত্তে গত ২৪ নভেম্বর ২০১৯ এ স্থানীয় এক রেস্টুরেন্টে সর্বস্তর ও সর্বদলীয়, গ্রুপ, সংগঠন নির্বিশেষে এক মতবিনিময় সভার আয়োজন করে ব্যাস সংগঠন। শুরুতেই সংগঠনের সভাপতি সেন্টু তার পরিষদবর্গদের সাথে নিয়ে উপস্থিত কমিউনিটির মানুষদের কাছে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য প্রকাশ করেন এবং বলেন ব্যাস এর একটি দফা একটিই উদ্দেশ্য ও স্বপ্ন আর তা হচ্ছে ‘কমিউনিটির জন্য একটি সেন্টার খোলা’। আগত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে তাদের স্বপ্নের প্রশংসা করে বলেন, এ স্বপ্ন কোন অসম্ভব বিষয় নয়, যদি কমিউনিটর মানুষ এক কাতারে, এক সাথে এসে দাঁড়ায়। সব স্বপ্নই ঐক্যবদ্ধতায় এটি বাস্তবায়নে দৃঢ়তার সাথে এবং পরিকল্পিতভাবে এগিয়ে চলে। বক্তাদের মধ্যে ছিলেন, ড. নাজমুল উলা, মোকলেস ভূইয়া, কাজী মশহুরুল হুদা, শিপার চৌধুরী, মাসুদ রব চৌধুরী, ইলিয়াস শিকদার, মমিনুল হক বাচ্চু, তৌফিক সোলায়মান তুহিন, মুজিব সিদ্দিকী, জাহিদ হোসেন পিন্ট, সাইফুর রহমান ওসমানী, মজিবর রহমান খোকা, টিয়া হাবিব, সোহেল রহমান বাদল, মোহম্মদ আলী, শাহিন, আবু হানিফা, মিঠুন চৌধুরী, রানা মাহমুদ, সাঈফ কুতুবি, ইসমাইল হোসনে, শাহ আলম, হানিফ সিদ্দিকী প্রমুখ। সংগঠনের সভাপতি জানান যে, সংগঠনের বাইরে একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হবে, যেখানে সকল সংগঠন ও ব্যাক্তিত্বরা থাকবেন। অনুষ্ঠানের শুরুতে কমিউনিটি সেন্টারের উপর একটি ভিডিও দেখান। পরিশেষে সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সাজিয়া হক মিমি। অত্যান্ত সুপরিচ্ছন্ন উপস্থাপনা সমগ্র অনুষ্ঠানকে প্রণবন্ত করে তোলে।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
