Read Time:1 Minute, 30 Second

একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি (জাপা) বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ সিদ্ধান্ত নিয়েছেন।

আজ শুক্রবার দলের প্রেস উইং থেকে এরশাদের স্বাক্ষর করা এক বিবৃতিতে আরো জানানো হয়েছে, দলীয় প্রধান হিসেবে এরশাদই হবেন দলের পার্লামেন্টারি পার্টির সভাপতি এবং বিরোধীদলীয় নেতা।

পাশাপাশি নিজের ভাই দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব দিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি।

বিবৃতিতে আরো বলা হয়, জাতীয় পার্টির কোনো সদস্য সরকারের মন্ত্রিসভায় অংশ নেবে না।

২০১৪ সালের নির্বাচনে বিজয়ী হয়ে জাতীয় পার্টি সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসার পাশাপাশি সরকারেও অংশ নেয়। বর্তমানে একজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী রয়েছেন সরকারে।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ২২টি আসনে জয়ী হয়।


Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post শপথ না নিয়ে পুরনো ভুলের পুনরাবৃত্তি করছে বিএনপি : ওবায়দুল কাদের
Next post গণতন্ত্রকে বলি দিয়ে বিজয়ের উৎসব করছে সরকার : রিজভী
Close