তারেক রহমানের নেতৃত্বাধীন আমজনতার দল অবশেষে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে। একই সঙ্গে জনতার দল নামের আরেকটি দলও নিবন্ধনের প্রক্রিয়ায় রয়েছে। পুনঃতদন্তের পর এই দুই দলকে নিবন্ধন দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) নীতিগত সম্মতি দিয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, পুনরায় যাচাই-বাছাই করে দেখা গেছে—দুটি দলের জেলা ও উপজেলা পর্যায়ে কার্যক্রম ও স্থায়ী কার্যালয়ের অস্তিত্ব পাওয়া গেছে।
নিবন্ধনের সব শর্ত পূরণ করায় কমিশন তাদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরো বলেন, ‘দল দুটির বিষয়ে কোনো আপত্তি থাকলে তা জানানোর জন্য ৯ ডিসেম্বর পর্যন্ত সময় রেখে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গেজেট প্রকাশ করা হবে।’
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নিবন্ধন না পাওয়ায় আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান নির্বাচন ভবনের সামনে আমরণ অনশনে বসেছিলেন।
টানা অনশনের পর ইসির ইতিবাচক সিদ্ধান্তে অবশেষে দলটি নিবন্ধনের আলো দেখতে যাচ্ছে।
এদিকে ইসির ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন তারেক রহমান। পোস্টে তিনি লেখেন আলহামদুলিল্লাহ, প্রজাপতির সঙ্গে থাকুন। নিজের হাতে তুলে ধরা প্রজাপতির ছবিও শেয়ার করেছেন।
সেই ছবিটিতে ২৮ হাজার রিঅ্যাক্ট ও ৪হাজার ৮০০ কমেন্টে পড়েছে। শেয়ারও করেছেন অনেকে।
এ বিষয়ে তারেক রহমান গণমাধ্যমকে বলেন, ‘আমরা প্রজাপতি প্রতীকে নিবন্ধন পাচ্ছি। ইসি জানিয়েছে, নিবন্ধনের সব শর্ত আমরা পূরণ করেছি। এখন বিজ্ঞপ্তির পর গেজেট প্রকাশ হবে।
More Stories
খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সকল অনুরোধ পূরণ করছে সরকার: প্রেস সচিব
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তার পরিবারের সকল অনুরোধ অন্তর্বর্তী সরকার পূরণ করছে বলে জানিয়েছেন...
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন শুরু রোববার
জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হচ্ছে রোবিবার (৭ ডিসেম্বর)।...
ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে
ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান করা নিয়ে মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী...
কেউ যেন আমাদের ওপর কোনো দাদাগিরি করতে না আসে: ডা. শফিকুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ভয় করি শুধু আল্লাহ তায়ালাকে। বাকি যাদের কথা বলেন, তাদেরকে আমরা...
পারস্পরিক বোঝাপড়ায় বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে: প্রণয় ভার্মা
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়...
ছাত্রশক্তির নেত্রী জেদনীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী...
