Read Time:2 Minute, 50 Second

রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জামায়াতে ইসলামী মানুষের সার্বভৌমত্বে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক নুরুল কবির। তিনি বলেন, ‘জুলাই সনদে কী আছে তা সাধারণ মানুষকে বুঝিয়ে বললে তারা নিশ্চয়ই বুঝবে। অনেকে হয়তো পড়তে জানে না, কিন্তু সাধারণ মানুষ বোঝে না—এমনটা আমি মনে করি না। ১০০ শতাংশ মানুষকেই যদি বোঝানো যায়, তারা বুঝবে।’

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে নুরুল কবির এসব কথা বলেন।

নুরুল কবির বলেন, ‘রাষ্ট্রের কর্তব্য হচ্ছে—গণভোটে পাঠানোর আগে জনগণকে বিষয়গুলো বিস্তারিতভাবে জানানো। তিন মাস, চার মাস—যত সময়ই লাগুক না কেন, প্রতিটি ধারা কেন পরিবর্তন করা হলো, আগেরটা কেন খারাপ ছিল, নতুনটা কেন ভালো—তা পরিষ্কারভাবে জনগণকে জানাতে হবে। আমি মনে করি না যে মানুষকে জানালে তারা বুঝবে না।

আর সেটা জানিয়ে যদি গণভোট অনুষ্ঠিত হয়, তাহলে সেটি হবে একটি সহীহ বা যথাযথ প্রক্রিয়া। কিন্তু তা না করলে, জনগণের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেটি আরেক ধরনের প্রতারণা হবে।’
তিনি আরো বলেন, “যে রাজনৈতিক দলগুলো কেবল রেটরিক আকারে ‘হ্যাঁ-না’ ভোটের মাধ্যমে নিজেদের আকাঙ্ক্ষা অনুযায়ী অনুমোদন নিতে চায়—তারা গণতান্ত্রিক নয়, সহজাতভাবেও নয়। আমি জানি, তাদের জন্য এসব বিষয় মাথাব্যথার নয়। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মানুষের সার্বভৌমত্বে বিশ্বাস করে না।”

নুরুল কবির বলেন, “এনসিপির যে তরুণরা এখন পর্যন্ত কোনো পার্টি ম্যানিফেস্টো ঘোষণা করেনি, তারা ডানপন্থী, বামপন্থী না মধ্যপন্থী—তা স্পষ্ট নয়। তবু তারা যেহেতু গণতন্ত্রের কথা বলে, আমরা তাদের ‘বেনিফিট অব ডাউট’ দিতে পারি। তবে তাদের ভাবা উচিত—মানুষকে অন্ধকারে রেখে, বোঝানো ছাড়াই ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে কোনো সিদ্ধান্ত গ্রহণে বুদ্ধিবৃত্তিক বা রাজনৈতিক সততা থাকে না।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ১২০ জনের বেশি অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি
Next post বিএনপির প্রার্থী তালিকায় নেই রুহুল কবির রিজভী
Close