শামসুল আরিফীন বাবলু, প্রবাস ডেস্ক, লস এঞ্জেলেস:
লেবার ডে উইকএন্ডে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হাজারো ক্রিকেটপ্রেমীর উন্মাদনায় উডলী ক্রিকেট পার্কে দিনভর ছিল শুধু বাউন্ডারি আর ছক্কা পিটানোর মুহুর্মুহু করতালি এক শিবিরে, আবার পরক্ষনেই কটখেয়ে যখন তাকিয়ে রয় আম্পায়ারের হাত উঁচু করা আঙুলের দিকে তখন তিন হাত লাফিয়ে পড়ে অন্য শিবিরের সতীর্থরা। এমনই এক ক্রিকেট উত্তেজনায় গত ১লা সেপ্টেম্বর, সোমবার দুপুর ১২টা থেকে জড় হতে থাকেন উডলী ক্রিকেট পার্কে বাঙালি কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির প্রায় হাজারো ক্রিকেট প্রেমীরা।
লেবার ডে উইকএন্ডে (৩০শে আগষ্ট-১লা সেপ্টেম্বর) টানা তিনদিন ব্যাপী ‘শেখ কামাল’ সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসসিসিএ), ইউএসএ প্রিমিয়ার লীগ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ‘এলএ গ্ল্যাডিয়েটরস’ ও ‘ক্যালিফোর্নিয়া পাঞ্জাব কিংস’। বাঘে-সিংহে লড়াইয়ের মতো খেলার পুরোটা সময় জুড়ে টানটান উত্তেজনায় এক রুদ্ধশ্বাস লড়াই শেষে ৩ উইকেটে ‘ক্যালিফোর্নিয়া পাঞ্জাব কিংস’কে হারিয়ে ‘এলএ গ্ল্যাডিয়েটর্স’ জিতে নিল এবারের ৯ম’শেখ কামাল’ চ্যাম্পিয়ন ট্রফি শিরোপা।
বর্তমানে দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা মার্কিন মুল্লুকেও জনপ্রিয় হয়ে উঠেছে। এবারে মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন ক্যালিফোর্নিয়া (সিএ ডিস্ট্রিক্ট-৩৭)’র কংগ্রেসওমেন মিস.সিডনি কামালগার-ডোব, যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের সাবেক সদস্য ড.অতুল রায়, এসসিসিএ’র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নাজিম সিরাজী, শেখ কামাল ক্রিকেট টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক ডা. রবি আলম ও ডা. কলি আলম এবং বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ অগণিত ক্রিকেটপ্রেমীরা।
বিকেল ৪:৩০মিনিটে ম্যাচ শেষ হলে ৫টায় বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি ও $১০,০০০’র চেক এবং রানার্সআপ দলের হাতে রানার আপ ট্রফি ও $৬০০০’র চেক তুলে দেন কংগ্রেসওমেন সিডনি ক্যামালগার-ডোব ও উপস্থিত কর্মকর্তারা। এছাড়াও প্লেয়ার অব দ্য ম্যাচ ও অন্যান্য কৃতি খেলোয়াড়দের মাঝেও চেক প্রদান করেন। মাঠের চতুর্পাশে সবুজে আচ্ছাদিত হৃদয় কেড়ে নেয়া পরিবেশে মাঠজুড়ে তখন এক অপূর্ব দৃশ্য- খেলোয়াড়দের চোখে মুখে যেমন উচ্ছ্বাস, সমর্থকদের চোখেও গর্ব আর আনন্দের বন্যা বইছিল।

প্রতি বছর এই ক্রিকেট আসরকে ঘিরে শুধু ক্রিকেটপ্রেমীই নয় বরং প্রবাসী বাঙালি কমিউনিটির মাঝেও হৃদ্যতা তৈরি হয়।
এবারের আসরে ডা.কলি আলমের বিশেষ উদ্যোগে কমিউনিটির সকল ক্রিকেটপ্রেমী মহিলাদেরকে নীল প্রজাপতি প্রিন্টের শাড়ি উপহার দিয়ে মাঠে এক অনন্য পরিবেশ তৈরি করেছেন। মনে হচ্ছিল একঝাঁক নীল প্রজাপতি আকাশ থেকে নেমে এসেছে।
প্রকৃতপক্ষে খেলাধুলার মাধ্যমে মানুষ মানুষের মধ্যে, এক কমিউনিটি অন্য কমিউনিটির মধ্যে ঐক্য ও সংস্কৃতির যে ছবি ফুটে উঠেছে, উডলী ক্রিকেট পার্কের সেই দিনটি তার এক জলন্ত স্বাক্ষী হয়ে থাকল।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
