Read Time:3 Minute, 39 Second

দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিলম্বের কারণে সংকট প্রকট হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এক আলোচনা সভায় দেশের বর্তমান অবস্থার চিত্র তুলে ধরে খসরু এমন মন্তব্য করেন। ‘স্কুল অব লিডারশিপ’ নামের একটি সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনসহ বিভিন্ন পেশার নেতারা বক্তব্য দেন।

‘জুলাই পরবর্তী রাজনৈতিক ভাবনা: কোন দিকে হাঁটছে বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনায় খসরু বলেন, যে সব দেশ বিপ্লবোত্তর সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পেরেছে সেগুলো বেঁচে গেছে, ভালো করছে। আর যে দেশগুলো এ সময়ে আমার দাবি-ওর দাবি করতে করতে ঝামেলা করেছে, সেখানে গণতন্ত্র নেই, অর্থনীতি নেই, সমাজও নাই। সেখানে গৃহযুদ্ধ চলছে, সমাজে বিভক্তি চলছে, দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে গেছে।

জুলাই আন্দোলনের পর নির্বাচনহীন এক বছরকে বাস্তবে বেশি সময় উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‌‘আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটার একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল। এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে, সংকট প্রকট থেকে প্রকট হচ্ছে।’

কারণ ব্যাখ্যা করে খসরু বলেন, ‘সরকার এখানে, জনগণ ওখানে, মাঝখানে কোনো ব্রিজ নাই। সেই কারণে কী হচ্ছে দেশে? পুলিশ কাজ করছে না, সরকারি কর্মকর্তারা কাজ করতে পারতেছে না। আইনশৃঙ্খলা নাই, ব্যবসা-বাণিজ্য নাই। মিল-ফ্যাক্টরিতে নতুন বিনিয়োগ হচ্ছে না।’

অন্তর্বর্তী সরকারের বিনিয়োগ সম্মেলনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি উপস্থিত ওই সামিটে এবং এতে একটা বিনিয়োগও আসে নাই। আসবে না তো। অনেকে যারা উপস্থিত হয়েছে, বেশির ভাগ বর্তমান যারা বিনিয়োগকারী তারাই গেছে ওখানে। আমি তো সবাইকে চিনি, নতুন কোনো বিনিয়োগ হয়নি। কিন্তু যেই মুহূর্তে নির্বাচনের ঘোষণা এসেছে, এখন কিন্তু নড়াচড়া আরম্ভ হয়েছে। ওই যে ১০৭ জনের জাপানিজ ডেলিগেশন, নির্বাচন ঘোষণা দেওয়ার পরে তারা এখন আসছে দেখতে, নির্বাচন হয়ে যাওয়ার পরে সিদ্ধান্ত নেবে।’

শুধু রাজনীতি নয়, সব খাতে গণতন্ত্রায়ণ হতে হবে জানিয়ে খসরু বলেন, বাংলাদেশে গত ১৫-১৬ বছরে গোষ্ঠীভিত্তিক একটি অর্থনীতি গড়ে উঠেছে। তখন পৃষ্ঠপোষকতা শুধু যে রাজনীতিতে হয়েছে তা নয়, অর্থনীতিতেও হয়েছে। যার কারণে বাজার ভেঙে গেছে, মুক্তবাজার অর্থনীতির ধারণা ধ্বংস হয়ে গেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বাধা হয়ে দাঁড়াতে পারে: সাকি
Next post নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, স্পষ্ট করল ইসি
Close