Read Time:3 Minute, 42 Second

ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলায় হিন্দু-মুসলিম নির্বিশেষে বাঙালিদের উপর ‘বাংলাদেশি’ তকমা দিয়ে নির্যাতন, আটক এবং ডিটেনশন ক্যাম্পে বন্দি করার প্রতিবাদে রাখি পূর্ণিমার পুণ্য লগ্নে কলকাতার রাজপথে বিরাট মিছিল করেছে বাংলা পক্ষ।

সংগঠনটি জানায়, এসব রাজ্যে প্রশাসন পরিকল্পিতভাবে বাঙালি শ্রমিকদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছে। কাজ হারানো, শারীরিক হামলা এবং ডিটেনশন ক্যাম্পে বন্দি হওয়ার পর অসংখ্য বাঙালি রাজ্যে ফিরে আসতে বাধ্য হচ্ছেন। অথচ বাংলার শিল্পাঞ্চল ও শহরাঞ্চলের অনেক কাজ বহিরাগতদের দখলে রয়েছে।

ঐতিহাসিক তাৎপর্য বিবেচনায় বাংলা পক্ষ এই মিছিল আয়োজন করে রাখি পূর্ণিমার দিন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর যে রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন, সেই স্মৃতিকে সম্মান জানিয়ে কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় শ্যামবাজারে বীর সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে। রাখি বন্ধনের প্রতীকী বার্তার মাধ্যমে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দেন নেতারা।

সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় অভিযোগ করে বলেন, হিন্দি সাম্রাজ্যবাদী, বাঙালি বিদ্বেষী বিজেপি বাঙালির ভাষা, সংস্কৃতি ও নাগরিকত্ব কাড়তে চায়। কিন্তু বাংলা পক্ষ তা হতে দেবে না। বাঙালি জাতীয়তাবাদের ঢেউ ক্রমেই শক্তিশালী হচ্ছে। আমরা মাথা উঁচু করে প্রথম সারির নাগরিক হয়েই বাঁচব।

তিনি বাংলার সরকারের কাছে ভূমিপুত্র সংরক্ষণ আইন প্রণয়ন ও ভিনরাজ্য থেকে ফিরে আসা বাঙালিদের কর্মসংস্থানের দাবি জানান।

সাংগঠনিক সম্পাদক ও শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি বলেন, মুসলমান অনুপ্রবেশকারী তাড়ানোর নামে বিজেপি আসলে বাঙালি জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। আক্রমণের কারণ ধর্ম নয়, মাতৃভাষা। বাবাই সর্দার থেকে বুদ্ধদেব বারিক—হাজার হাজার হিন্দু বাঙালিকেও ডিটেনশন ক্যাম্পে অত্যাচার করা হয়েছে। তাই প্রতিরোধ গড়তে হবে বাঙালি হিসেবেই।

এদিনের মিছিলে বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চট্টোপাধ্যায়, আব্দুল লতিফ, সম্রাট কর, মহ সাহীন, সৌম্যকান্তি ঘোড়ই, বিভিন্ন জেলা সম্পাদক ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। হাজারো মানুষের অংশগ্রহণে মিছিলটি বাঙালির উপর নির্যাতন বন্ধ এবং বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ আইন প্রণয়নের দাবিতে গর্জে ওঠে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে আইএস-সংশ্লিষ্টতার অভিযোগে মামলা
Next post ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে আটক
Close