জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আপনি বিএনপি কিংবা জামায়াত করতে পারেন, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সখ্যতা আমরা মেনে নেব না।’
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে জুলাই পদযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গতকাল যখন ঢাকা শহর আগুনে পুড়ছিল, তখন আওয়ামী লীগ সেখানে আলু পোড়া খেতে এসেছে। এ থেকেই বোঝা যায়, তারা জনগণের কষ্টের সঙ্গে কতটা একাত্ম।’
হাসনাত বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী প্রতিটি রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাই—কুমিল্লার স্বার্থে, বাংলাদেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। অহংকার মানুষকে ধ্বংস করে। শেখ হাসিনার পতন এবং কুমিল্লায় রাজনৈতিক শক্তির উত্থানই এর প্রমাণ।’
তিনি অভিযোগ করেন, ‘কুমিল্লা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় অবহেলার শিকার। এখানে অবকাঠামোগত উন্নয়ন হয়নি, ফ্লাইওভার নির্মাণ হয়েছে অপচয়ের মাধ্যমে—যা কোনো কাজেই আসছে না।’
কুমিল্লা বিভাগ নিয়ে শেখ হাসিনার একসময়কার মন্তব্যকে স্মরণ করে তিনি বলেন, ‘উনি বলেছিলেন ‘কু’ শব্দ থাকায় কুমিল্লা বিভাগ হবে না। আজ আমরা তাকে সরিয়ে প্রমাণ করেছি—বিভাগ হবেই, কুমিল্লা নামেই হব।’
মাইলস্টোন ট্র্যাজেডির প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার এখনও হতাহতের সঠিক সংখ্যা জানাতে পারেনি। আমরা স্পষ্ট তদন্ত ও হিসাব চাই।’
শেষে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে তারা চার কোটি সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করে দেবে। কুমিল্লার জনগণ আর তা হতে দেবে না।’ সভায় এনসিপির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন।
More Stories
খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সকল অনুরোধ পূরণ করছে সরকার: প্রেস সচিব
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তার পরিবারের সকল অনুরোধ অন্তর্বর্তী সরকার পূরণ করছে বলে জানিয়েছেন...
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন শুরু রোববার
জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হচ্ছে রোবিবার (৭ ডিসেম্বর)।...
ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে
ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান করা নিয়ে মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী...
কেউ যেন আমাদের ওপর কোনো দাদাগিরি করতে না আসে: ডা. শফিকুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ভয় করি শুধু আল্লাহ তায়ালাকে। বাকি যাদের কথা বলেন, তাদেরকে আমরা...
পারস্পরিক বোঝাপড়ায় বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে: প্রণয় ভার্মা
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়...
ছাত্রশক্তির নেত্রী জেদনীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী...
