জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন দেশ গঠনে আমরা বলেছিলাম- শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তন কিংবা দলের পরিবর্তন নয়, এই মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেম পালটাতে হবে। কিন্তু গত এক বছরে সেই মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেমের কোনো পরিবর্তন দেখতে পাইনি।
শনিবার বিকালে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ‘দেশ গড়ার লক্ষ্যে জেলা জাতীয় নাগরিক পার্টির’ উদ্যোগে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানের পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা এলাকায় এলাকায় এখনো চাঁদাবাজ, সন্ত্রাসী, মাফিয়া সিস্টেম দেখি। এই মুহূর্তে দরকার বিচার ও সংস্কার।এই বিচার ও সংস্কারের মাধ্যমে দেশে গণতন্ত্র এগিয়ে নিতে হবে। এবারের আন্দোলন নতুন বাংলাদেশ গঠনের।
তিনি বলেন, ৩ আগস্ট শহীদ মিনারে আমরা যেভাবে এক দফার ঘোষণা দিয়েছিলাম, এ বছর শহীদ মিনারে একইদিন একইভাবে বিচার সংস্কার ও দেশ পুনর্গঠনে নতুন ইশতেহার ঘোষণা করা হবে। সেখানে জয়পুরহাটের উন্নয়নের কথাও থাকবে।
জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীরের সভাপতিত্বে আয়োজিত পথসভায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, বিচার ,সংস্কার ও রাষ্ট্র গঠনের তিনটি লক্ষ্য সামনে রেখে আমরা জুলাই পদযাত্রা করছি।
পথসভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, যারা জুলাইয়ের বিরুদ্ধে, বিপ্লবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। মাদার অফ টেরোরিস্ট হাসিনা মাঝে মধ্যে সীমান্তের ওপার থেকে টুপ করে দেশে ঢুকে পড়ার চেষ্টা করে।
পদযাত্রা কর্মসূচিতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
More Stories
সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নিরাপদে থাকে: সালাহউদ্দিন
ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখা হচ্ছে না বরে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।...
‘চারদিকে ছড়িয়ে থাকা লাখ লাখ হাদির মতো আমিও ভয় পাই না’
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা ও পরবর্তী বাংলাদেশ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...
দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত হচ্ছে বাড়ি-কার্যালয়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এ উপলক্ষে তার বাসভবন ও কার্যালয়ের সংস্কার কাজ প্রায় সম্পন্ন...
হাদির পরিবারকে সান্ত্বনা প্রধান উপদেষ্টার, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর...
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার খুদে বার্তায় এ কথা জানায়। আইএসপিআর...
‘হাদির অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট...
