ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণে সরকার নানাভাবে কালক্ষেপণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বলেছেন, ‘নির্বাচন ট্রাইবুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও শপথ অনুষ্ঠানে গড়িমসি করা হচ্ছে। এটিতে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হচ্ছে। আমি শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি।’
শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘নির্বাচন ট্রাইব্যুনালের রায় অনুযায়ী নির্বাচন কমিশন সম্পূর্ণ আইনি পদক্ষেপ নিয়েই গেজেট প্রকাশ করেছে। কিন্তু গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও এখন পর্যন্ত শপথ গ্রহণের পদক্ষেপ নেওয়া হয়নি। যেটা সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগের এখতিয়ারে পড়ে।’
এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পাঠানো চিঠির উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী, কোনো ব্যক্তি মেয়র হিসেবে নির্বাচিত হলে এবং তার নাম সরকারি গেজেটে প্রকাশিত হলে, ৩০ দিনের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া বাধ্যতামূলক। শপথ গ্রহণের দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া মেলেনি।’
তিনি বলেন, ‘আইনের স্পষ্ট বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আমি বাংলাদেশ নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন অবিলম্বে আমাকে নির্বাচিত মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা করেন।’
তাকে মেয়র পদে শপথগ্রহণের দাবিতে রাজপথে আন্দোলনের বিষয়ে ইশরাক বলেন, ‘তিনি ব্যক্তিগতভাবে কাউকে আন্দোলন করতে বলেননি। দলীয়ভাবে কোনো কর্মসূচিও দেওয়া হয়নি। জনগণ স্বত:স্ফূর্তভাবে আন্দোলন করছে, প্রতিবাদ জানাচ্ছে।’
তিনি বলেন, ‘বলা হচ্ছে- আমরা নাকি অবৈধ নির্বাচনকে (ডিএসসিসি) বৈধতা দেওয়ার চেষ্টা করছি। আমি ঘৃণাভরে এই বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। আমরা যথাসময়ে এই বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলাম। ১৮০ দিনের মধ্যে এই আপিল করলেও অবৈধভাবে নির্বাচিত মেয়র তাপস সাহেব প্রভাব খাটিয়ে এ বিষয়ে আদালতকে কিছু করতে দেননি। আর তখন আদালতও ছিল ফ্যাসিবাদী সরকারের দখলে।’
বিএনপির এই নেতা বলেন, ‘শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে নানাধরনের কালক্ষেপণ করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের মনোভাবে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠভাবে হবে কী-না, সে বিষয়ে জনমনে সংশয়ের সৃষ্টি হয়েছে।’
এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিবৃতির উল্লেখ করে তিনি বলেন, ‘এনসিপি বিবৃতি দিয়ে আদালতের রায় ও বিচারকদের নিয়ে কথা বলেছে। এ ধরনের কাজ ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমলেও করা হতো। এনসিপি গণঅভ্যুত্থানের ফসলের দল হলে আমরা কী শেখ হাসিনার মধু খেয়ে লালিতপালিত ছিলাম নাকি ১৬ বছর আন্দোলনের মাঠে ছিলাম- সেটা জনগণই বিচার করবে।’ তাকে শপথগ্রহণে বাধা দিয়ে নগরভবনকেন্দ্রিক লুটপাটের ধারা অব্যাহত রাখার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন ইশরাক হোসেন।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ছিলেন প্রকৌশলী ইশরাক হোসে। সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এর বিরুদ্ধে ইশরাক হোসেন স্থানীয় সরকার নির্বাচনী বিধিমালার আওতায় নির্বাচন ট্রাইবুনালে মামলা করেন। তিনি ওই গেজেট বাতিল করে নিজেকে বৈধ মেয়র ঘোষণা করার আবেদন জানান।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নির্বাচন ট্রাইব্যুনাল ২০২৪ সালের ২৭ মার্চ রায় ঘোষণা করে। রায়ে বলা হয়, নির্বাচন কমিশনের ২০২০ সালের গেজেটটি বাতিল এবং ইশরাক হোসেনকে বৈধভাবে নির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা করতে হবে। এই রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন ২০২৪ সালের ২৭ এপ্রিল নতুন গেজেট প্রকাশ করে, যেখানে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা করা হয়।
More Stories
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
নির্বাচিত হলে পুরোনো কাসুন্দি নিয়ে কামড়াকামড়ি করব না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জোট, এই ঐক্যকে নির্বাচিত...
এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে...
ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সঙ্গে সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ-তে রায় দেওয়ার জন্য আহ্বান...
গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া থেকে...
জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল: মুফতি রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জামায়াতসহ ৮ দলীয় জোট গঠন করে আমরা এগুচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে...
