Read Time:3 Minute, 9 Second

সামাজিকভাবে আওয়ামী লীগের গ্রহণযোগ্য ব্যক্তি এবং দলটির সমর্থক হয়েও যারা বিএনপির কার্যক্রমে বাধা দেননি তারা বিএনপিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম নগরের কাজীর দেউরীর দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটা জানান তিনি।

চট্টগ্রাম বিভাগীয় বিএনপির উদ্যোগে ‘সদস্য নবায়ন’ কর্মসূচির উদ্বোধনী উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চোধুরী বলেন, আমাদের সামনে দীর্ঘদিন পর এভাবে সদস্য সংগ্রহ করার সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের সবচেয়ে বড় দল বিএনপিতে যোগ দেয়া গর্বের বিষয়। প্রতিটি ইউনিট এজন্য অনুষ্ঠান করে সবার উপস্থিতিতে দলের সদস্য সংগ্রহ করবে। এগুলো মেইনস্ট্রিম মিডিয়ায় (মূলধারার গণমাধ্যম) প্রচার করতে হবে। সেই সঙ্গে ফেসবুকেও দিতে হবে।

সদস্য নেয়ার সময় কয়েকটি বিষয়ে খেয়াল রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, সামাজিকভাবে অগ্রহণযোগ্য, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ ব্যক্তিকে দলে নেয়া যাবে না। যাদের কারণে আমাদের ভোট কমে যাবে। আবার আওয়ামী লীগের কাউকে দলে নেয়া যাবে না। তবে আওয়ামী লীগের সমর্থক থাকার পর বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, আমাদের ওপর জুলুম করেনি, উল্টো ভেতরে-ভেতরে আমাদের সহযোগিতা করেছে, এমন ব্যক্তিদের দলে নিতে কোনো সমস্যা নেই। তবে গোপনে কাউকে সদস্য করা যাবে না। দলে যোগ দিতে হলে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বিএনপিতে প্রকাশ্যে যোগ দিতে হবে।

নগরের কাজীর দেউরীর দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ প্রমুখ বক্তব্য দেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টা এনসিপির প্রতিনিধি: সালাহউদ্দিন আহমদ
Next post সরকার ইচ্ছাকৃত আমার শপথ বিলম্বিত করছে: ইশরাক
Close