নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন নিয়ে টকশো আয়োজনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এ ধরনের আয়োজন দায়িত্বশীল সাংবাদিকতার মধ্যে পড়ে কিনা, সেটি আমাদের প্রশ্ন। বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমাদের প্রশ্ন হচ্ছে, উনি (সাংবাদিক) দায়িত্বশীল সাংবাদিকতা করেছেন কি না, সেটা দেখা উচিত।
এছাড়া, ফেসবুক পেজ ”ঠিকানায় খালেদ মুহিউদ্দীন” থেকে সাদ্দাম হোসেনকে নিয়ে টকশো আয়োজনের ঘোষণা দেয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ফেসবুকে দেয়া পোস্টে উল্লেখ ছিল যে, ‘৭ নভেম্বর বৃহস্পতিবার রাত ৯টায়, বাংলাদেশ সময়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে নিয়ে একটি টকশো অনুষ্ঠিত হবে’।
এরপর সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্য উঠে আসে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে পোস্টে লেখেন, খালেদ মুহিউদ্দীন ভাই, এর আগে কখনো কি নিষিদ্ধ সংগঠনের কোনো নেতার সঙ্গে টকশো করেছেন? এটি আমাদের শহীদদের সঙ্গে বেইমানি, আমাদের ২ হাজার শহীদের এবং অর্ধলক্ষ রক্তাক্ত ভাই-বোনের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নিজ ফেসবুক পেজে এক পোস্টে বলেন, নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে প্রচার করার মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শহীদদের এবং জাতীয় বিপ্লব ও সংহতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে।
More Stories
খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সকল অনুরোধ পূরণ করছে সরকার: প্রেস সচিব
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তার পরিবারের সকল অনুরোধ অন্তর্বর্তী সরকার পূরণ করছে বলে জানিয়েছেন...
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন শুরু রোববার
জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হচ্ছে রোবিবার (৭ ডিসেম্বর)।...
ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে
ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান করা নিয়ে মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী...
কেউ যেন আমাদের ওপর কোনো দাদাগিরি করতে না আসে: ডা. শফিকুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ভয় করি শুধু আল্লাহ তায়ালাকে। বাকি যাদের কথা বলেন, তাদেরকে আমরা...
পারস্পরিক বোঝাপড়ায় বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে: প্রণয় ভার্মা
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়...
ছাত্রশক্তির নেত্রী জেদনীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী...
