অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিন লিজ দিচ্ছেন, এমন তথ্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে কোনো দেশের কাছে সেন্টমার্টিন লিজ দেয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
সম্প্রতি এমনই এক গুজবের বিষয়ে পোস্ট করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে চালু হওয়া প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজ।
এক পোস্টে প্রেস উইং জানায়, ফেসবুকে সেনাবাহিনীর একটি চুক্তির ছবি শেয়ার করে সুশান্ত দাস গুপ্ত নামের এক ব্যক্তির সেন্টমার্টিন নিয়ে এক পোস্টে বলা হয়েছে, ডিল ডান, সেন্ট মার্টিন গন?
মূলত বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের মধ্যে ল্যান্ড ফোর্সেস টকস কয়েক বছর ধরে চলছে। এর সপ্তম আসর গত বছরের (২০২৩ সাল) ১৪ থেকে ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ফোর্ট শ্যাফটারে অনুষ্ঠিত হয়েছিল।
এই টকসের সঙ্গে সেন্টমার্টিনকে জড়িয়ে কোনো ধরনের পোস্ট নিছক গুজব। অন্তর্বর্তী সরকার অনেকবার জানিয়েছে যে সেন্টমার্টিন কোনো বিদেশি দেশের কাছে কোনো উদ্দেশ্যে লিজ দেয়ার পরিকল্পনা তাদের নেই।
সম্প্রতি সেন্টমার্টিন দ্বীপের সংরক্ষণের জন্য ভ্রমণসংক্রান্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই দ্বীপ একটি দুর্বল প্রবাল দ্বীপ, যেখানে অনিয়ন্ত্রিত পর্যটক চলাচল এবং বসবাসের ফলে পরিবেশগত ক্ষতি দেখা দিয়েছে। উপদেষ্টার প্রেস উইং জানায়, অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিনের বিরল উদ্ভিদ, প্রাণীজগত, এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ।
এর আগে ২২ অক্টোবর, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানিয়েছেন যে, সরকার সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত অনুসারে, নভেম্বর মাসে পর্যটকরা সেন্টমার্টিনে ভ্রমণ করতে পারলেও সেখানে রাতে থাকার অনুমতি থাকবে না।
এছাড়া ডিসেম্বর এবং জানুয়ারি মাসে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্টমার্টিনে ভ্রমণ করতে পারবেন। তবে ফেব্রুয়ারি মাসে দ্বীপটি পর্যটকদের জন্য বন্ধ থাকবে এবং সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হবে।
পরিবেশবান্ধব সেন্টমার্টিন গড়ার লক্ষ্যেই এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে বলে জানান অপূর্ব জাহাঙ্গীর। তিনি আরও বলেন, সেন্টমার্টিনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, যা পরিবেশের সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপগুলো সেন্টমার্টিন দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার প্রয়াসে নেওয়া হয়েছে, যা সেখানকার পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করবে।
More Stories
আসিফ নজরুলকে হেনস্তাকারীদের পাসপোর্ট বাতিলের দাবি গণঅধিকার পরিষদের
সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে যারা হেনস্তা করেছে তাদের পাসপোর্ট বাতিল করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।...
শিল্পকলার সামনে দু’পক্ষের হাতাহাতি, নিয়ন্ত্রণে সেনাবাহিনী-পুলিশ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় দু’পক্ষের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এবং পুলিশ একযোগে...
গণহত্যার দায়ে আ.লীগ ও দোসরদের দ্রুত গ্রেপ্তারের দাবি
গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ ও তার দোসরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর।...
জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র কাজে আসবে না: তারেক রহমান
বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৮...
বাংলাদে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলার
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে নিট ইন্টারন্যাশনাল...
মুজিববর্ষের নামে অপচয় নিয়ে ডকুমেন্টেশন করা হবে: প্রেস সচিব
শেখ মুজিবের জন্মশতবার্ষিকীর নামে আওয়ামী লীগ সরকারের আমলে কোন কোন মন্ত্রণালয় কত টাকা খরচ করেছে তার একটি ডুকমেন্টেশন করা হবে...