শামসুল আরীফিন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক:
বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)’র নবনির্বাচিত (২০২৪-২৬) কমিটির প্রথম আনুষ্ঠানিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো গতকাল রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের ১৩৫, ভারমন্ট কার্যালয়ে। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আঞ্জুমান আরার’র পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন বাফলা’র সভাপতি মিস রোশনী আলম।
সভার শুরুতেই ইউএসএ, বাংলাদেশ ও সংগঠনের জাতীয় সংগীত বাজানোর সময় সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। তারপর সভাপতি উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে একটি নাতিদীর্ঘ লিখিত বক্তব্য প্রদান করেন। বক্তব্যের মধ্যে আগামীতে তাঁর সময়কালে তিনি কি কি করতে চান এবং বিগত দিনে কি কি কাজ অসম্পূর্ণ ছিল সেগুলোর পরিসমাপ্তি নিয়ে এক বিশাল ফিরিস্তি তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে নিবন্ধিত ২৯টি সংগঠন ও কমিউনিটির সার্বিক সহযোগীতা পেলে এসব কার্য সম্পাদন করা সম্ভব ইনশাল্লাহ।

কার্যকরী কমিটির সম্মানিত সহ সভাপতি মোহাম্মাদ আছান, সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা, কোষাধ্যক্ষ মোহাম্মদ আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল হক, সাংস্কৃতিক সম্পাদক সিদ্দিকুর রহমান সহ উপস্থিত ছিলেন বিগত বিভিন্ন মেয়াদকালের সভাপতির দায়িত্ব পালন করা যথাক্রমে সর্বজনাব আলম খন্দকার, ড.মাহবুব খান, নজরুল আলম, শিপার চৌধুরী, আবুল হাশেম, কেবিনেটের সভাপতিবৃন্দ ছাড়াও এরসাথে জড়িত জনাব আবুল হাছনাত, ফারুক আহমেদ, ইঞ্জিনিয়ার শহীদ আলম, ইঞ্জিনিয়ার রানা হাছান মাহমুদ, এছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।
প্রত্যেকে তাঁর ব্যক্তিগত মতামত প্রকাশকালে প্রথমেই বর্তমান কেবিনেটকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাদের কার্য্যক্রম শুরুর পদ্ধতি, অফিস ডেকোরেটিং ইত্যাদি দেখে খুব মুগ্ধচিত্তে বলেন, এবারে একটা ট্যালেন্ট ও চৌকস টিম তারা নির্বাচন করেছেন যারা অনেক দূর এগিয়ে যাবে এবং পাশাপাশি কিছু দিকনির্দেশনাও উপস্থাপন করেন। কেবিনেট মেম্বারগণ অতীতের যেকোনো সময়ের তুলনায় তারা অনেক বেশি কার্যকর ও প্রজেক্ট সম্পাদন করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
