শামসুল আরীফিন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক, লস এঞ্জেলেস:
অস্টম বারের মতো ‘শেখ কামাল ট্রফি ২০২৪’ ইউএসএ আন্তঃলীগ ক্রিকেট টুর্ণামেন্ট’র সমন্বয়ক ডা. রবি আলম লস এঞ্জেলেসের ইন্ডিয়া’জ ক্লে পিট রেস্টুরেন্টে মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশন (SCCA)’র ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৈয়দ নাযিম সিরাজী অনুষ্ঠিতব্য ক্রিকেট টুর্ণামেন্ট সম্পর্কে বিষদ বিবৃতি প্রদান করেন।

সমন্বয়ক ডা. রবি আলম তাঁর ব্রিফিংকালে কমিউনিটির সকলের প্রতি শুভেচ্ছা এবং উপস্থিত লিটিল বাংলাদেশ প্রেসক্লাব অব লসএঞ্জেলেস’র সভাপতি ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন প্রতিবারের মতো এবারও অস্টম ‘শেখ কামাল ট্রফি ২০২৪’ ইউএসএ আন্তঃলীগ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট আগামী লেবার-ডে ইউকএন্ড আগস্ট ৩১, সেপ্টেম্বর ১ ও ২ তারিখে (শনি, রবি ও সোমবার) উডলী পার্ক ক্রিকেট কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। জনাব ডা. রবি তিনদিন ব্যাপি অনুষ্ঠিতব্য এই ক্রিকেট উৎসবে মাঠে গিয়ে খেলা উপভোগ করার জন্যে ক্রিকেটপ্রেমী ও কমিউনিটির সকলের প্রতি সাদর আমন্ত্রণ জানিয়েছেন। প্রতিবার পরিবার পরিজন নিয়ে অনেকে মাঠে গিয়ে খেলা দেখার পাশাপাশি বনভোজনের আনন্দ উপভোগ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রবি বলেন, যুক্তরাস্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে মোট ১২টি টিম এই টুর্ণামেন্টে অংশ নেবে। শনিবার (৩১ আগস্ট) সকাল ৮টায় উডলী পার্ক ক্রিকেট কমপ্লেক্সে আসরের উদ্ভোধনী পর্দা উঠবে এবং টানা তিনদিন চলবে, সোমবার (২রা সেপ্টেম্বর) খেলা শেষে সমাপনী অনুষ্ঠান ও বিজয়ী টিম’র হাতে ট্রফি তুলে দেওয়া হবে।
উক্ত সংবাদ সম্মেলনে অনেক ক্রিকেটপ্রেমী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
