যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীদের প্রাইমারি ভোটাভুটি থেকে ট্রাম্পকে বাদ দেওয়া হয়েছে। ২০২১ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সহিংসতায় বিতর্কিত ভূমিকার কারণে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে ইলিনয় অঙ্গরাজ্যের কুক কাউন্টির একটি আদালত। বুধবার (২৮ ফেব্রুয়ারি) এই রায় জানিয়েছেন বিচারক ট্রেসি পর্টার। খবর রয়টার্স।
এর আগে, মার্কিন সংবিধানের ১৪ নম্বর সংশোধনী লঙ্ঘন করে ক্যাপিটল হিলে আক্রমণকারীদের উসকে দেওয়ার দায়ে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনের দলীয় এবং কেন্দ্রীয় ভোটাভুটি থেকে বাদ দেওয়ার দাবি তুলেছিলেন ইলিনয়ের অধিবাসীরা। এ যাত্রায় গণদাবির পক্ষেই রায় দিয়েছে আদালত।
এ ব্যাপারে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এ রায় অসাংবিধানিক। শিগগিরই এর বিরুদ্ধে আপিল করা হবে।
২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে কংগ্রেস কর্তৃক ডেমোক্র্যাট জো বাইডেনকে ২০২০ সালের নির্বাচনে বিজয়ী ঘোষণা করা থেকে বিরত করার জন্য পুলিশকে আক্রমণ করে। ট্রাম্প এর আগেই সমর্থকদের উদ্দেশ্যে উত্তেজক বক্তৃতা দিয়েছিলেন। তিনি সমর্থকদের ক্যাপিটলে গিয়ে ‘নরকের মতো’ লড়াই করতে বলেছিলেন। তারপর কয়েক ঘণ্টা ধরে তিনি আক্রমণ থামাতে বলার অনুরোধে সাড়া দেননি।
উল্লেখ্য, কলোরাডো এবং মাইনে অঙ্গরাজ্য এর আগে ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটির বাইরে রাখার সিদ্ধান্ত জানিয়েছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন ট্রাম্প। ওই আপিলের শুনানি এখনও চলছে।
More Stories
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
যুক্তরাষ্ট্রের ‘এইচ-১বি ভিসা’ পুরোপুরি বাতিলের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মী আনার সবচেয়ে বড় ভিসা কর্মসূচি এইচ-১বি পুরোপুরি বন্ধের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসা ফি শতগুণ বাড়ানোর...
আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে বিবিসিকে চিঠি পাঠালেন ট্রাম্প
ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সোমবার (১০ নভেম্বর) বিবিসির...
৮০ হাজার অ-অভিবাসী ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ হাজার অ-অভিবাসী ভিসা বাতিল করা হয়েছে। মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো...
নিউইয়র্কের মেয়র নির্বাচন: মামদানির হাতে ব্যালট-খামে বাংলায় লেখা
নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রায় ৫০ লাখ নিবন্ধিত ভোটার আজ মঙ্গলবার নগরের পরবর্তী মেয়র নির্বাচনের লক্ষ্যে...
অন্য দেশের ‘সরকার বদলের’ মার্কিন নীতি শেষ: তুলসী গ্যাবার্ড
কোনো দেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্র যে নীতি মেনে আসছিল, তা ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে শেষ হয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা...
