জালালাবাদ এসোসিয়েশনের ২০২৪-২৫ নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত ৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার।

অভিষেক অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি আবুল হাসনাত রায়হান এবং সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন জেবুল বিগত দিনের কর্মকাণ্ড তুলে ধরে এবং নতুন কমিটিকে স্বাগত জানান।
নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার শিপার চৌধুরী।
মঞ্চে উপবিষ্ট ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেপিসি গ্রুপের চেয়ারম্যান কালীপ্রদীপ চৌধুরী, বিশেষ অতিথি বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেসে এর কমার্শিয়াল কনসাল জেনারেল এস এম খোরশেদ আলম ও নিউইয়র্ক জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান ও নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মুনিম ও সাধারনণ সম্পাদক লায়েক আহমেদ।

আগামীর পথ চলায় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মুনিম, সাধারণ সম্পাদক লায়েক আহমেদ কমিটির সকল সদস্যবৃন্দকে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সংগঠন গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আনন্দমেলা কমিটি, বিজয় বহর, ওসমানী পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, মুসলিম উম্মাহ, স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সহ আরো অনেক সংগঠন ও ব্যক্তিবর্গ।
এই অভিষেক অনুষ্ঠানের অনন্য সুন্দর ও মার্জিত আয়োজনের মধ্যে আরও ছিল নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে উত্তরীয় প্রদান করা হয় এবং নবনির্বাচিত সকল সদস্যবৃন্দের স্ত্রীদেরকেও লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এই বৃহত্তর সিলেট বাসীর প্রতি কৃতজ্ঞতা জানাতেই ঝড় বৃষ্টির এই বৈরী আবহাওয়ার মধ্যেও জালালাবাদ এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে লোকসমাগম ছিল অডিটোরিয়াম ভরপুর।

অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মুনিম ও সাধারণ সম্পাদক লায়েক আহমেদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আগত সকল অতিথিবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কমিউনিটির জন্য ভাল কিছু করার মানসে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে পরিবেশিত সুস্বাদু রকমারি খাবারের সঙ্গে ছিল বাদ্যযন্ত্র অর্থাৎ গান পরিবেশন করেন আলাউদ্দিন মিমি; ওনার মনোমুগ্ধকর গানে শ্রোতা ছিলেন বিহ্বল।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
