ব্রিটিশ সাময়িকী টাইম আউট বিশ্বের সেরা ৫০টি শহরের তালিকা প্রকাশ করেছে। তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। তবে ৫০ শহরের তালিকায় স্থান পায়নি ঢাকা শহরের নাম। মূলত শহরের প্রাণবন্ত খাবারের সুযোগ সুবিধা, বিভিন্ন সাংস্কৃতিক আকর্ষণ ও প্রাণবন্ত নাইট লাইফের কারণে শহরটি শীর্ষ স্থান দখল করেছে।
নিউইয়র্ক শীর্ষ স্থানে থাকলেও দ্বিতীয় অবস্থানে চমক হিসেবে স্থান পেয়েছে দক্ষিণ আফ্রিকার কেপটাউন। লন্ডন, বার্লিন ও মাদ্রিদের মতো শহরগুলোর তালিকার শীর্ষ পাঁচে রয়েছে। আর প্রতিবেশী ভারতের শহর মুম্বাই এই তালিকার ১২ নম্বরে জায়গা করে নিয়েছে।
চলতি বছরের র্যাংকিং মূলত জনসাধারণের সমীক্ষা ও টাইম আউট সাময়িকীর আন্তর্জাতিক দলের বিশেষজ্ঞদের পর্যালোচনার সমন্বয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যে শহরের বাসিন্দারা বেশি আনন্দিত ও পরিপূর্ণ নাগরিক জীবন উপভোগ করছে মূলত তারাই শীর্ষ স্থান দখল করেছে।
বিশ্বব্যাপী সেরা শহরগুলোর তালিকা তৈরিতে ২০ হাজার শহুরে বাসিন্দার মধ্যে চালানো জরিপ, সাময়িকীর লেখক ও সম্পাদকদের বিস্তৃত নেটওয়ার্কের সুবিধার সমন্বয় কাজে লাগানো হয়েছে। তালিকা তৈরিতে কোনো একটি শহরের রন্ধনসম্পর্কীয় প্রাকৃতিক দৃশ্য, স্থাপত্যের বিস্ময় ও সাংস্কৃতিক সমৃদ্ধিকে প্রাধান্য দেওয়া হয়েছে।
তালিকা তৈরির উদ্দেশ্য হলো পর্যটকদের ভ্রমণের অনুপ্রেরণা যোগানো। যার মাধ্যমে কেউ কোনো শহরে ভ্রমণ করতে চাইলে সেই শহরের জীবনমান সম্পর্কে আগে থেকেই একটি স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন।
টাইম আউটের তালিকা অনুসারে বিশ্বের শীর্ষ ৫০ শহর-
১. নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
২. কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা
৩. বার্লিন, জার্মানি
৪. লন্ডন, যুক্তরাজ্য
৫. মাদ্রিদ, স্পেন
৬. মেক্সিকো সিটি, মেক্সিকো
৭. লিভারপুল, যুক্তরাজ্য
৮. টোকিও, জাপান
৯. রোম, ইতালি
১০. পোর্তো, পর্তুগাল
১১. প্যারিস
১২. মুম্বাই
১৩. লিসবন
১৪. শিকাগো
১৫. ম্যানচেস্টার
১৬. সাও পাওলো
১৭. লস এঞ্জেলেস
১৮. আমস্টারডাম
১৯. লাগোস
২০. মেলবোর্ন
২১. নেপলস
২২. সিঙ্গাপুর
২৩. মিয়ামি
২৪. ব্যাংকক
২৫. লিমা (পেরু)
২৬. বুদাপেস্ট
২৭. বেইজিং
২৮. দুবাই
২৯. মন্ট্রিল
৩০. গ্লাসগো
৩১. সিডনি
৩২. বুয়েনস আইরেস
৩৩. কুয়ালালামপুর
৩৪. ম্যানিলা
৩৫. সিউল
৩৬. হ্যানয়
৩৭. সান ফ্রান্সিসকো
৩৮. বার্সেলোনা
৩৯. আবুধাবি
৪০. নিউ অরলিন্স
৪১. ফিলাডেলফিয়া
৪২. অস্টিন
৪৩. বোস্টন
৪৪. আক্রা
৪৫. মার্সেই
৪৬. তাইপেই
৪৭. ইস্তাম্বুল
৪৮. ওসাকা
৪৯. হংকং
৫০. ভ্যাঙ্কুভার
More Stories
ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যে কোনো প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন তারা। শুক্রবার...
বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেলো স্টারলিংক
স্টারলিংক টেলিকমের আবেদনের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রেশন প্রদান করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। পরবর্তী কার্যক্রম হিসেবে (নন-জিওস্টেশনারি অরবিট) লাইসেন্স পেলেই বাংলাদেশে...
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। সোমবার...
মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ১৬০০
মিয়ানমারে ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৬৪৪ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৪০৮ জন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন...
চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার
সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে কাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাত...
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প, ১৪৪ জনের মৃত্যু
মিয়ানমারে শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৭৩০ জন। শুক্রবার (২৮ মার্চ)...