প্রবাস বাংলা ডেস্ক থেকে, শামসুল আরেফিন বাবলু:
মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএ জি ওসমানী’র ১০৫তম জন্মদিন এক উৎসবমূখর পরিবেশে গত ১৭ই সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় লস এঞ্জেলেসে চার্চ অফ সায়েন্টোলজি অডিটরিয়ামে পালিত হয়। ‘হৃদয়ে ওসমানী পরিষদ’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা সকল রাজনৈতিক মতাদর্শের উর্ধে উঠে, কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিকসহ সকলেই অংশ নেন।
সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক ও কমিনিটি এক্টিভিস্ট জনাব গোলাম কিবরিয়া’র সার্বিক ব্যবস্থাপনা ও দিকনির্দেশনায় লস এঞ্জেলেসের যেকোনো অনুষ্ঠানের আনন্দ তৈরীর কারখানা হিসাবে পরিচিত দুই গুনীজনমিঠুন চৌধুরী ও সাজিয়া হকের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইয়ামিন চৌধুরী। এর পাশাপাশি মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে জাহিদুল মাহমুদ জামি, আব্দুল হান্নান, ডক্টর জয়নুল আবেদিন এবং ডক্টর ইউনুস রাহী।

ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্য থেকে বক্তব্য রাখেন নাজমুল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক, বীর মুক্তিযোদ্ধা আমানুর রহমান আমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রব মিয়া, লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি জনাব কাজী মশহুরুল হুদা, ইসমাইল হোসেন, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির সৈয়দ জেবুল, ইউএস-বাংলা ইনভেস্টমেন্ট গ্রুপের সিইও মোহাম্মদ মুনিম চৌধুরী প্রমুখ। বক্তারা জেনারেল ওসমানী’র মুক্তিযুদ্ধে তাঁর উপর অর্পিত কঠিন দায়িত্ব সঠিকভাবে পালন ও তাঁর দীর্ঘ সাহসী জীবনের উপর স্মৃতিচারণ করে আলোকপাত করেন। বক্তব্য পর্ব শেষে জেনারেল এম এ জি ওসমানী’র বৃটিশ সময়ে তাঁর চাকুরী জীবন থেক শুরু করে মহান মুক্তিযুদ্ধে অসমান্য ভূমিকার উপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এরপরে তাঁর জন্মদিন স্মরণে বিশাল একটি কেক কেটে উল্লাস করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সুরের মুর্চনায় ভাসিয়ে দেন লসএঞ্জেলেসের অতি স্বনামধন্য শিল্পী মেলোডি কুইন মিতালী কাজল ও সাদ চৌধুরী।
তবে এ অনুষ্ঠানের একটি ভিন্নতা ছিল সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক সম্মানীত অতিথি বৃন্দের প্রত্যেকের হাতে একটি করে ভালোবাসার গোলাপ তুলে দেন। তাঁদের ভাষায় এতে প্রত্যেকের মাঝে বন্ধুত্বের সম্পর্ক আরো নিবিড় হলো।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
