ফিফা ফুটবল বিশ্বকাপ চলাকালে যারা হায়াকার্ড নিয়ে কাতারে এসেছিলেন তারা আবারও ভিসা ছাড়া নিয়মিত দেশটিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত এই সুযোগ পাবেন হায়াকার্ডধারী ব্যক্তিরা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দুবাইভিত্তিক সংবাদ মাধ্যম গাল্ফ নিউজ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নতুন এই ঘোষণায় কাতারে বসবাসরত অনেক প্রবাসী তাদের পরিবার ও আত্মীয়-স্বজনদের আবারও সঙ্গে রাখার সুযোগ পাবেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, নতুন নিয়মে যেসকল হায়াকার্ডধারী ব্যক্তিরা কাতারে আসবেন তাদের অবশ্যই নতুন করে হেল্থ ইনসুরেন্স করতে হবে। এ ছাড়া অবশ্যই রিটার্ন বিমানের টিকেট দেখাতে হবে। তবে হায়াকার্ড পাওয়া ব্যক্তিদের দেশটিতে আসতে আলাদা কোনো ফি প্রদান করতে হবে না। বিমানবন্দরসহ সকল বন্দরে তারা ই-গেইট ব্যবহার করবেন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানিয়েছে, হায়াকার্ড পাওয়া ব্যক্তিদের অবশ্যই হোটেল বুকিং অথবা পরিচিত কোনো ব্যক্তির বাড়িতে থাকার বিষয়ে উল্লেখ করতে হবে। এ ছাড়াও ভ্রমণকারীদের পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন তিন মাস থাকতে হবে। বাকী অন্যান্য নিয়ম আগের মতোই বহাল থাকবে।
বিবৃতিতে আরও জানানো হয়, যারা হায়াকার্ড দিয়ে কাতারে আসবেন তারা তাদের পছন্দের আরও তিনজন আত্মীয় বা বন্ধুকে কাতারে আসার আমন্ত্রণ জানাতে পারবেন।
কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ দেখতে আসা পর্যটক ও সমর্থকদের জন্য দেশটি চালু করেছিল হায়াকার্ড। এই কার্ডের মাধ্যমে পর্যটক ও বিভিন্ন দেশের সমর্থকরা কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে এসেছিলেন। এই কার্ডের মেয়াদ ছিল চলতি বছরের ২৩ জানুয়ারি পর্যন্ত। এই মেয়াদ আরও এক বছর বাড়াল কাতার সরকার।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
