বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ক্যালিফর্নিয়া স্টেট আওয়ামী লীগ ও তার অন্যান্য অঙ্গ সংগঠনসমুহ সুবর্ন জয়ন্তীর বিজয় দিবস পালন করেছে। বাংলাদেশ কন্সুলেট জেনারেল অফিস-এর আমন্ত্রণে সকাল ১০টায় পতাকা উত্তোলনে যোগদান করে স্টেট আওয়ামী লীগ এবং কনস্যুলেটে অবস্হিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যার যার সংগঠন পুস্পস্তবক অর্পন করে। এতে ক্যালিফর্নিয়া আওয়ামীলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্হিত ছিলেন। কনসাল জেনারেল জনাব তারেক মোহাম্মদ ভিডিও শেয়ারিং করে উপস্থিত নেতাকর্মী ও কমিউনিটির লোকজনকে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া শপথ বাক্য পাঠ করেন। পরে মহান বিজয় দিবস ও সুবর্ন জয়ন্তীতে মুজিব বর্ষ পালনের মধ্যদিয়ে বাংলাদেশের যে অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছে তার উপর বিষদ আলোচনা হয়। আলোচনা শেষে মাননীয় কনসাল জেনারেলের সৌজন্যে কমিউনিটি বাসীর সম্মানার্থে লাঞ্চের ব্যাবস্হা করা হয়। এরপর বিকেল ৫টায় ক্যালিফর্নিয়া স্টেট আওয়ামীলীগ ‘লেবানন হল’ লস এনজেলেসে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া, আলোচনা সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আওয়ামী পরিবারের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলেন। প্রথমেই সংগঠনের যুগ্মসাধারন সম্পাদক দিদার আহমদ অনুষ্ঠান পরিচালনার জন্য ক্যালিফর্নিয়া স্টেট আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ডাক্তার রবি আলমকে অনুরোধ জানান। যার প্রজ্ঞা ও শৃংখলায় অনুষ্ঠান অত্যন্ত সুষ্টু ও ফলপ্রসু হয়ে উঠে। অনুষ্ঠানের শুরু পবিত্র ধর্মগ্রন্হ পাঠের মধ্য দিয়ে হয়। প্রথেই মহাগ্রন্হ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শামসুল আরেফিন বাবলু ও পরে গীতা পাঠ করেন….। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি জনাব নাজমুল চৌধুরী এবং প্রধান অথিতির চেয়ার অলংকৃত করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা জনাব মুস্তাইন দারা বিল্লা। সভাপতির বক্তব্যে জনাব নাজমুল চৌধুরী বলেন গত ১২ বছরে বাংলাদেশের যে অভূতপূর্ব অবকাঠামোগত উন্নয়ন হয়েছে তা বিগত ৩৮ বছরেও এর অর্ধেকও হয়নি। তাই দেশকে মধ্যম আয়ের দেশে দ্রুত নিয়ে যেতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। প্রধান অথিতি তাঁর বক্তব্যে বলেন ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে দেশ বিরান ভূমি হয়েছিল, আজ বাংলাদেশ খাদ্যে সয়ংসম্পুর্ন। নেত্রী আজ বাংলাদেশে শিল্প বিপ্লবের পরিকল্পনা শুরু করেছেন। আমাদেরকে আজ নেত্রীর পাশে থাকতে হবে। আর অদম্য গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশকে যাতে কেউ গতি রোধ করতে না পারে সেদিকে সোচ্চার থাকতে হবে। অনুষ্ঠানে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ক্যালিফর্নিয়া স্টেট আওয়ামীলীগের উপদেষ্টা অনলগর্সি বক্তা জনাব ফিরোজ আলম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মিঞা আব্দুর রব, সহসভাপতি শামীম আহমেদ, সিটি আওয়ামীলীগ সভাপতি জনাব মাহতাব উদ্দিন টিপু, যুবলীগ সভাপতি তুখোড় বক্তা এম এ হাই আজিজ, সাধারণ সম্পাদক সোহেল ইসলাম, শামসুল আরিফীন বাবলু, পনির চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যুবলীগের প্রচার সম্পাদক মিসেস সম্পা চৌধুরীর চৌকস পরিচালনায় গরজিয়াস সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেওয়া হয়।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
