সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা-প্রতিবাদ জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখা। এতে বক্তব্য দেন বাংলাদেশ সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব, সাংবাদিক-লেখক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব। ২০ অক্টোবর নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় বাংলাদেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ‘সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখা’র এ শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে অংশ নেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটারন্স, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ এবং মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরামের নেতা-কর্মীরা।
নাশকতার মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে অনুষ্ঠিত এ আয়োজনে হারুন হাবীব ছাড়াও বক্তব্য দেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটারন্স’৭১, ইউএসএর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখা’র প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আনোয়ার বাবলু, ‘সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখা’র সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফারুক হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরামের আহবায়ক আশরাব আলী খান লিটন এবং প্রবীণ সাংবাদিক মোহম্মদ ফজলুর রহমান।
অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাগণের মধ্যে আরও ছিলেন আবুল বাশার চুন্নু, আব্দুর রহমান, এনামুল হক, শহীদুল ইসলাম, নাজিম উদ্দিন, এম এ আওয়াল, মলিন সাহা, শওকত আকবর রীচি, মকবুল তালুকদার, আবু সাঈদ, নিজাম উদ্দিন, আবুল বাশার ভূইয়া, শামসুল আলম চৌধুরী, রুহুল আমিন ভূইয়া, আব্দুস সাদেক এবং লাবলু আনসার, সেক্টর কমান্ডারস ফোরামের কোষাধ্যক্ষ আলিম খান আকাশ, মহিলা সম্পাদিকা সবিতা দাস, নাজিম উদ্দিন, শাহ জে চৌধুরী, জেবিবিএর সাবেক সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, মুুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরামের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আরিফ খান, আব্দুল মতিন পারভেজ, আব্দুল মালেক, মো. বশর, সাহাবউদ্দিন চৌধুরী লিটন, এ টি এম মাসুদ, এ টি এম রানা প্রমুখ। আরও ছিলেন কমিউনিটি এ্যাক্টিভিস্ট ড. প্রদীপ রঞ্জন কর, অধ্যাপিকা হোসনে আরা প্রমুখ। উল্লেখ্য, বুধবার পর্যন্ত টানা ৬ দিনে এটি ছিল নিউইয়র্কে ২৪তম শোভাযাত্রা, যেগুলো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির মদদদাতাদের চিহ্নিত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
