Read Time:4 Minute, 6 Second

সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা-প্রতিবাদ জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখা। এতে বক্তব্য দেন বাংলাদেশ সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব, সাংবাদিক-লেখক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব। ২০ অক্টোবর নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় বাংলাদেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ‘সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখা’র এ শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে অংশ নেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটারন্স, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ এবং মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরামের নেতা-কর্মীরা।

নাশকতার মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে অনুষ্ঠিত এ আয়োজনে হারুন হাবীব ছাড়াও বক্তব্য দেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটারন্স’৭১, ইউএসএর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখা’র প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আনোয়ার বাবলু, ‘সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখা’র সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফারুক হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরামের আহবায়ক আশরাব আলী খান লিটন এবং প্রবীণ সাংবাদিক মোহম্মদ ফজলুর রহমান।

অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাগণের মধ্যে আরও ছিলেন আবুল বাশার চুন্নু, আব্দুর রহমান, এনামুল হক, শহীদুল ইসলাম, নাজিম উদ্দিন, এম এ আওয়াল, মলিন সাহা, শওকত আকবর রীচি, মকবুল তালুকদার, আবু সাঈদ, নিজাম উদ্দিন, আবুল বাশার ভূইয়া, শামসুল আলম চৌধুরী, রুহুল আমিন ভূইয়া, আব্দুস সাদেক এবং লাবলু আনসার, সেক্টর কমান্ডারস ফোরামের কোষাধ্যক্ষ আলিম খান আকাশ, মহিলা সম্পাদিকা সবিতা দাস, নাজিম উদ্দিন, শাহ জে চৌধুরী, জেবিবিএর সাবেক সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, মুুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরামের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আরিফ খান, আব্দুল মতিন পারভেজ, আব্দুল মালেক, মো. বশর, সাহাবউদ্দিন চৌধুরী লিটন, এ টি এম মাসুদ, এ টি এম রানা প্রমুখ। আরও ছিলেন কমিউনিটি এ্যাক্টিভিস্ট ড. প্রদীপ রঞ্জন কর, অধ্যাপিকা হোসনে আরা প্রমুখ। উল্লেখ্য, বুধবার পর্যন্ত টানা ৬ দিনে এটি ছিল নিউইয়র্কে ২৪তম শোভাযাত্রা, যেগুলো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির মদদদাতাদের চিহ্নিত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বাংলাদেশের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা তুলে নিল দক্ষিণ কোরিয়া
Next post কানাডায় কনসাল জেনারেল নাইম উদ্দিনকে সংবর্ধনা
Close