Read Time:2 Minute, 7 Second

বৈশ্বিক পাসপোর্ট সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ভিসা ছাড়া শুধু পাসপোর্ট দিয়ে বিদেশ ভ্রমণের সুবিধার ভিত্তিতে বিশ্বপ্যাপী এই সূচক তৈরি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক নাগরিকত্ব ও পরিকল্পনা বিষয়ক ফার্ম হেনলি পাসপোর্ট সূচকের তথ্য অনুযায়ী- এ জরিপে ১০১তম অবস্থান থেকে এক ধাপ এগিয়ে বিশ্বে ১০০ নম্বর র‍্যাংকিংয়ে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের পাসপোর্ট।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, বিনা ভিসায় বা অন-অ্যারাইভাল ভিসায় বিদেশ ভ্রমণ সুবিধার ভিত্তিতে বিভিন্ন দেশের পাসপোর্টের মূল্যায়ন করে হেনলি অ্যান্ড পার্টনারস।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে বিনা ভিসায় ৪১টি দেশে ভ্রমণ করতে পারবেন।

তালিকায় প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও সিঙ্গাপুর এবং যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি। তালিকায় মোট ১১০টি অবস্থানের মধ্যে এ বছর ১০০তম অবস্থানে বাংলাদেশের সঙ্গে রয়েছে লেবানন ও সুদান।

তালিকায় পাকিস্তানের অবস্থান ১০৭তম এবং ১১০তম তথা তালিকায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান। তালিকায় ভারত ৮৪তম, ভুটান ৮৯তম এবং শ্রীলঙ্কা ৯৯তম।

সেনা অভ্যুত্থানের পরও তালিকায় বাংলাদেশের অপর প্রতিবেশী মিয়ানমারের অবস্থান ৯৪তম। এই দেশের নাগরিকরা বিনা ভিসায় ৪৭টি দেশ ভ্রমণ করতে পারেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post দেশে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়াল
Next post হাসপাতালে ভর্তি হলেন আকরাম খান
Close