নিজেকে সৎ, দক্ষ ও সফল দাবি করে পদত্যাগী স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেছেন, ‘যতদিন মহাপরিচালক পদে ছিলাম, ততদিন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। কোনো অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না।’
কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) ক্রয়সংক্রান্ত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১২ আগস্ট) তাকে দুদকে তলব করা হয়। সকাল ১০টায় তিনি দুদক কার্যালয়ে হাজির হন, আর বের হন বিকেল ৩টায়। প্রায় পাঁচ ঘণ্টা পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় থেকে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দুদক কর্মকর্তারা যেসব বিষয়ে জানতে চেয়েছেন এর মধ্যে তিনি যা জানেন সবকিছু বলেছেন। তিনি দুর্নীতির তদন্তে দুদককে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন বলে জানান।
সাবেক স্বাস্থ্য মহাপরিচালক নিজেকে সৎ, দক্ষ ও সফল কর্মকর্তা দাবি করে জানান, ২০১৬ সাল থেকে মহাপরিচালক পদে সফলতার সঙ্গে দায়িত্বপালন করে আসলেও একটি কুচক্রি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে বিভিন্ন সময় অপপ্রচার চালিয়ে আসছিল। করোনাকালে এ কুচক্রি মহল আরও তৎপর হয়।
আবুল কালাম আজাদ জানান, জনস্বাস্থ্য ব্যবস্থার সব ক্ষেত্রে তার পর্যাপ্ত জ্ঞান, অভিজ্ঞতা ও কর্মদক্ষতা আছে।
তিনি বলেন, ‘কোভিডের মতো মহাদুর্যোগে লাখ লাখ মানুষের যাতে প্রাণহানি না ঘটে, সে জন্য আমি আমার জ্ঞান, অভিজ্ঞতা ও বিবেকবোধ থেকে নিজের জীবনকে তুচ্ছ মনে করে কাজ করেছি। এরপরও কোভিড থেকে নিজেকেও বাঁচাতে পারিনি।’ অপরাধ যে-ই করুক, তার বিচার হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
More Stories
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেসসচিবের
আসন্ন সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি না—এ প্রশ্নে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।...
‘সেভেন সিস্টার্স’ ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত
ভারত বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চায় মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘ভারতকে স্পষ্ট ভাষায়...
আমি ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, রাজনৈতিক বাধা আমাকে থামাতে পারবে না: আদালতে আনিস আলমগীর
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার সাংবাদিক আনিস আলমগীর আদালতে রিমান্ড শুনানিতে বলেছেন, আমি ক্ষমতাকে প্রশ্ন করতে...
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ: তারেক রহমান
ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি (ওসমান হাদি)–কে গুলি করার ঘটনাকে নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ বলে...
ডিসেম্বরের ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৭০ কোটি ডলার
ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে...
সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নিরাপদে থাকে: সালাহউদ্দিন
ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখা হচ্ছে না বরে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।...
