Read Time:3 Minute, 4 Second

বলিউডের খ্যাতনামা তারকা সঞ্জয় দত্তের ক্যানসার ধরা পড়ার খবর প্রকাশের পর এ নিয়ে গুজবে কান দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন তার স্ত্রী মান্যতা দত্ত।

বিবিসি জানায়, মুন্নাভাই এমবিবিএস-খ্যাত তারকার ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে সংবাদমাধ্যমে খবর হলেও তিনি নিজে বা তার পরিবার এ নিয়ে কোন কথা বলেননি।

৬১ বছর বয়সী এই অভিনেতা সম্প্রতি শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন।

তারপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তার আশু রোগমুক্তি কামনা করেছেন।

এক বিবৃতিতে মান্যতা দত্ত তার স্বামীর জন্য প্রার্থনা করতে ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সাঞ্জুর ফ্যানদের প্রতি আবেদন জানাবো তারা যেন কোনো ধরনের গুজব বা কানাঘুষায় যোগ না দেন। আমি শুধু চাই আপনারা আমাদের জন্য প্রীতি আর হৃদয়ের উষ্ণতা জানাবেন এবং আমাদের প্রতি সমর্থন দেবেন।

তিনি বলেন, আমাদের এই পরিবারটি অতীতে বহু সমস্যার মোকাবেলা করেছে। আমি নিশ্চিত যে এবারও আমরা সেটা পারবো।

ফুসফুসের ক্যান্সার সম্পর্কে কোনো কথা না বললেও সঞ্জয় দত্ত মঙ্গলবার সামাজিক মাধ্যমে জানান যে, স্বাস্থ্যগত কারণে তিনি কাজ থেকে বিরতি নিচ্ছেন।

ভারতের টাইমস নাও ওয়েবসাইট খবর দিয়েছে যে, সঞ্জয়ের ক্যান্সার এখন স্টেজ-থ্রি পর্যায়ে রয়েছে।

এর মানে ক্যান্সারের টিউমারটি ফুসফুসের আশেপাশে ছড়িয়ে পড়লেও সেটা অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গকে আক্রান্ত করতে পারেনি।

বিশিষ্ট চলচ্চিত্র সাংবাদিক এবং ফিল্ম ইনসাইডার-এর প্রধান সম্পাদক কোমল নাহতা এক টুইটার পোস্টে সঞ্জয়ের ক্যান্সার হওয়ার খবর দিয়েছেন।

তিনি বলেন, সঞ্জয় দত্তের ফুসফুসের ক্যান্সার ধরা পড়েছে। আসুন সবাই তার জন্য প্রার্থনা করি।

চিকিৎসার জন্য তিনি শিগগিরই যুক্তরাষ্ট্রে যাবেন বলে ফিল্ম ইনসাইডারের সাইটে বলা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ভ্যাকসিন নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ একেবারেই ভিত্তিহীন: রাশিয়া
Next post সিনহার ইউটিউব চ্যানেল নিয়ে যা বললেন শিপ্রা
Close