মাঈনুল ইসলাম নাসিম : এক বছর না পেরুতেই পৃথক দু’টি ধর্ষনের ঘটনায় ইতালির সিসিলি দ্বীপের প্রধান নগরী পালেরমোতে মোট চার জন বাংলাদেশি এখন জেলহাজতে। গত বছরের ৪ জুলাই সংঘটিত প্রথম ঘটনায় স্থানীয় অধিবাসী ইতালিয়ান এক তরুণীকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে গ্রেফতারকৃত সাগর দেব(২১) ও ফেরদৌস খান(১৯) নামে দুই বাংলাদেশির পরিচয় প্রকাশিত হলেও চলতি বছর ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের পর্যটক ধর্ষনের ঘটনায় সাম্প্রতিক কালে গ্রেফতার হওয়া নতুন দুই বাংলাদেশি ধর্ষকের নামধাম এখনো জানানো হয়নি। মহামারির কারণে আদালতে তাদের বিচারিক প্রক্রিয়া শুরু হতে বেশ ক’মাস বিলম্বিত হয়৷
বাংলাদেশের জন্য লজ্জাজনক সর্বশেষ নেক্কারজনক ঘটনার বিবরণে জানা যায়, ছুটি কাটাতে সুদূর যুক্তরাষ্ট্র থেকে সিসিলি’র পালেরমো আসা ২৯ বছর বয়সী ঐ হতভাগ্য যুবতী ২১ ফেব্রুয়ারি দিনের শেষে নগরীর প্রাণকেন্দ্রে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছবি তোলার সময় পালেরমোর অধিবাসী ৩০ বছর বয়সী সুচতুর এক বাংলাদেশির পাল্লায় পড়ে যান। ক্যাথেড্রাল এরিয়েতে প্রথমে হাই-হ্যালো দিয়ে শুরু করে বন্ধুত্বের ফাঁদে ফেলে দেয়া হয় মার্কিন পর্যটককে। সন্ধ্যা ঘনিয়ে আসার পর সুন্দর সুন্দর কথা বলতে বলতে যুবতীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় পুলিশ অফিসের ঠিক সামনে ভিল্লা বোনান্নো পার্কে।
পালেরমো পাবলিক প্রসিকিউটর অফিসের দেয়া তথ্য মোতাবেক সুযোগসন্ধানী বাংলাদেশি যুবক সেদিন সন্ধ্যার পর তার বন্ধু আরেক বাংলাদেশির সহায়তায় মার্কিন যুবতীকে পার্কের গাছগাছালির আড়ালে কম আলোতে নিয়ে গিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন চালায়। আত্মরক্ষার্থে ঐ যুবতী চিৎকার করে দূরে কারো দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালালেও ধুরন্ধর দুই ধর্ষকের কৌশলের কাছে হার মানেন। তীব্র ব্যাথা নিয়ে পরে স্থানীয় পলিক্লিনিক হাসপাতালে চিকিৎসকদের কাছে সব খুলে বলেন তিনি। ধর্ষনের আলামত সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পাবার পর চিকিৎসকরাই পুলিশ ডেকে কেইস ফাইল করান।
বিখ্যাত পর্যটন দ্বীপ সিসিলিতে ব্যাক টু ব্যাক রেপের ঘটনায় গতবারের ন্যায় এবারও বাংলাদেশিদের নাম উঠে আসায় সাগর বক্ষে সিসিলি’র সীমানা পেরিয়ে পুরো ইতালিতেই বাংলাদেশিদের ভাবমূর্তি এখন তলানিতে। বিগত বছরগুলোতে ইতালির অন্যান্য শহরেও বেশ কয়েকটি ধর্ষন মামলায় বাংলাদেশের নাগরিকদের দেখা গিয়েছে আদালতের কাঠগড়ায়। জাতীয় গণমাধ্যমে ফলাও করে বাংলাদেশিদের অপকর্মের ফিরিস্তি তুলে ধরা হয়েছে। ইতালিতে এতো সব দেশের অভিবাসীরা থাকতে ইদানিং রেপ কেইসে বার বার বাংলাদেশিদের নাম এলেও কোন মাথাব্যথা নেই বিভিন্ন শহরে ঘুমন্ত বাংলাদেশ কমিউনিটির।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
