স্পাইডারম্যান হওয়ার স্বপ্নে বিভোর তিন ভাই। আর স্বপ্নকে সত্যি করার জন্য মারাত্মক কাণ্ড ঘটালেন তারা। এই সুপারহিরোর ম্যাজিকে সারাদিন মজে থাকতো তিন ভাই। স্পাইডারম্যান হওয়ার নেশায় মাকড়শার কামড় খান তারা। বিষাক্ত এই মাকড়শার কামড় খেয়ে এখন হাসপাতালে তারা।
বলিভিয়ার পোতোসির চায়ান্ত শহরে এমন ঘটনাটি ঘটেছে। ৮, ১০ ও ১২ বছর বয়সের তিন কমিক বইয়ের গল্প ও সিনেমায় দেখানো ঘটনা অনুযায়ী স্পাইডারম্যান হতে চান তারা। এজন্য তিন ভাই মিলে মাকড়শার কামড় খাওয়ার পরিকল্পনা করে। ন্যাশনাল জিওগ্রাফির বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।
সেই পরিকল্পনা মতো তিন ভাই মিলে ব্ল্যাক উইডো মাকড়শা যোগাড় করেন এবং তার কামড় খায়। মারাত্মক বিষাক্ত এই মাকড়শার কামড়ে তিন জনের শরীরেই ছড়িয়ে পড়েছে বিষ। এখন হাসপাতালে শুয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করেন তারা।
ব্ল্যাক উইডো মাকড়শা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এবং মারাত্মক বিষাক্ত মাকড়শা বলে জানায় সংবাদমাধ্যম ন্যাশনাল জিওগ্রাফি।
জানা গেছে, যখন বাড়িতে কেউ ছিল না, বাচ্চাগুলোর মাও কাজে বাইরে গিয়েছিলেন, তখনই ব্ল্যাক উইডো মাকড়শা নিয়ে নিজেদের গবেষণা শুরু করে তিন ভাই। এ সময় তারা লাঠি দিয়ে ক্রমাগত খোঁচাতে থাকে। এতে করে ক্ষুব্ধ ব্ল্যাক উইডো মাকড়শাটি তিনজনকে আক্রমণ করে এবং কামড়ে দেয়। সঙ্গে সঙ্গে বিষ ছড়িয়ে পড়ে তাদের শরীরে। বিষের অসহ্য জ্বালায় অসুস্থ হয়ে পড়ে তিনজন। এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই তাদের মা বাড়ি ফিরে তিন সন্তানের অবস্থা দেখে চিকিৎসকের কাছে নিয়ে যান। অবস্থা খারপ দেখে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
বলিভিয়ার স্বাস্থ্য দপ্তরের সূত্র জানায়, বিষের প্রভাবে মারাত্মক জ্বর ও মাংসপেশীর যন্ত্রণার ছটফট করতে থাকে তিন ভাই। অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় তিনবার তিন হাসপাতালে স্থানান্তরিত করতে হয়েছে। অবশেষে একসপ্তাহ যমে মানুষে লড়াইয়ের পর আপাতত সুস্থ হয়ে উঠেন তারা।
এ বিষয়ে মনোবিদরা জানান, বাচ্চার অনেক বেশি কল্পনাপ্রবণ হয়। তারা যা দেখে বা পড়ে সেটাকেই বেশিরভাগ সময় বাস্তব বলে ভেবে বসে। কার্টুনে দেখানো ঘটনাকেই সত্যি বলে ধরে নেয়। তাই এমন দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরো সচেতন হওয়া প্রয়োজন।
More Stories
পেন্টাগন থেকে ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথি ফাঁস
ইসরায়েলে ১ অক্টোবর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথির সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও...
হামাসপ্রধান সিনওয়ার নিহতের গুঞ্জন, খতিয়ে দেখছে ইসরায়েল
হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত হওয়ার গুঞ্জন উঠেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমে...
বাংলাদেশিসহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু
লেবাননে শান্তিরক্ষী হিসেবে দায়িত্বরত সব সেনাকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার...
ইয়েমেনে সম্মিলিত বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
ইয়েমেনের হোদেইদাহ বিমানবন্দর, সানা এবং ধামার সিটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইয়েমেনের হুথি সমর্থিত টেলিভিশন চ্যালেন...
মুসলিমদের শত্রু এক: খামেনি
ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আমরা যদি এক হতে পারি...
ইসরাইলকে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইল যদি ‘সর্বনিম্ন ভুল’ করে তাহলে তেহরান নিশ্চিতভাবে আরও ‘শক্তিশালী এবং কঠোর প্রতিক্রিয়া’...