করোনাভাইরাস নিয়ে বিশ্ববাসীকে আগে থেকে সতর্ক করেনি চীন। ভাইরাসের সংক্রমণ ক্ষমতা ও মৃত-আক্রান্তের সংখ্যা নিয়ে তথ্য গোপন করা হয়েছে। কোভিড-১৯ উহানের ল্যাবে তৈরি করে ছাড়া হয়েছে—চীনের বিরুদ্ধে এমন অনেক অভিযোগ তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া প্রথম দিকে একে চীনা ভাইরাস বলেও অভিহিত করে আসছিলেন ট্রাম্প।
করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। এই ক্ষতির মুখে গত জানুয়ারিতে চীনের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির প্রথম থাপ নিয়ে ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি চীনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়ে বলেছেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে কোনো আলোচনা করতে চাই না।
চীন-মার্কিন বাণিজ্য চুক্তি ধাপ-১ নিয়ে ‘ফক্স বিজনেস নেটওয়ার্ক’-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার প্রচারিত ওই সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এমনটা বলেছেন বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
গত বছর চীনের ওপর আরোপিত মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার পর এ বছরের জানুয়ারিতেই চীনের সঙ্গে বিরাট বাণিজ্য চুক্তি সই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু সারা বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত কয়েক মাসে সেই চুক্তি মানছেন না চীন।
জানুয়ারির ওই বাণিজ্য চুক্তির বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তাদের এটা হতে দেওয়া উচিত হয়নি (করোনাভাইরাস ছড়াতে দেওয়া)। আমি যে বাণিজ্য চুক্তি করেছিলাম, সেটা বিশাল কিছু বলে মনে হয়েছিল। কিন্তু এখন আর সেটা মনে হয় না। এরপর কিছুটা ভিন্ন ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, কালি শুকিয়ে গিয়েছে এবং মহামারি ছড়িয়ে পড়েছে। এখন আর আগের মতো মনে হচ্ছে না।’
এ সময় সি চিন পিংয়ের প্রসঙ্গ উঠতেই বিরক্তির সুরে ট্রাম্প বলেন, ‘আমি তার সঙ্গে আর কথা বলতে চাই না।’
এ ক্ষেতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে, তা জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘আমরা অনেক কিছুই করতে পারি। আমরা সমস্ত সম্পর্ক ছিন্ন করতে পারি। আর সেটা করলে আমেরিকার ৫০০ বিলিয়ন ডলার সাশ্রয় হবে।’
ট্রাম্পের উপদেষ্টা চীন বিশ্লেষক মাইকেল পিলসবারি রয়টার্সকে বলেছেন, গত জানুয়ারির মার্কিন-চীন বাণিজ্য চুক্তির শর্ত মানছে না চীন। গত চার মাসে যুক্তরাষ্ট্র থেকে চীনের আমদানি ৩ শতাংশ হ্রাস পেয়েছে। এ ক্ষেত্রে প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তই নেওয়া উচিত বলে মনে করেন তিনি।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মানুচিন ফক্স বিজনেস নেটওয়ার্ককে জানিয়েছেন, করোনোভাইরাস সম্পর্কে চীনকে আরও অনেক তথ্য সরবরাহ করা দরকার ছিল। তাই বিভিন্ন বিষয় পর্যালোচনা করে বিকল্প সমাধান খুঁজতে হচ্ছে প্রেসিডেন্টের।
More Stories
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
যুক্তরাষ্ট্রের ‘এইচ-১বি ভিসা’ পুরোপুরি বাতিলের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মী আনার সবচেয়ে বড় ভিসা কর্মসূচি এইচ-১বি পুরোপুরি বন্ধের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসা ফি শতগুণ বাড়ানোর...
আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে বিবিসিকে চিঠি পাঠালেন ট্রাম্প
ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সোমবার (১০ নভেম্বর) বিবিসির...
৮০ হাজার অ-অভিবাসী ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ হাজার অ-অভিবাসী ভিসা বাতিল করা হয়েছে। মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো...
নিউইয়র্কের মেয়র নির্বাচন: মামদানির হাতে ব্যালট-খামে বাংলায় লেখা
নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রায় ৫০ লাখ নিবন্ধিত ভোটার আজ মঙ্গলবার নগরের পরবর্তী মেয়র নির্বাচনের লক্ষ্যে...
অন্য দেশের ‘সরকার বদলের’ মার্কিন নীতি শেষ: তুলসী গ্যাবার্ড
কোনো দেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্র যে নীতি মেনে আসছিল, তা ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে শেষ হয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা...
