Read Time:2 Minute, 30 Second

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা তথা স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এনসিপি তফসিল পেছাতে চায় কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে দলটির নেতারা পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, এনসিপি কেন তফসিল পেছাতে চাইবে? তারা চায় সংকট সমাধান করে যেন তফসিল দেওয়া হয়। যেন এমন সময়ে তফসিল দেওয়া হয় যখন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে।

বুধবার (৩ ডিসেম্বর) আগারগাঁওয়ে ইসি ভবনে কমিশনের কাছ থেকে রাজনৈতিক দলের নিবন্ধন সনদ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির শীর্ষস্থানীয় নেতারা। এসময় তারা রাজনৈতিক পরিস্থিতি ও তফসিল নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা কমিশনকে বলেছি- বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে ইসি যেন তফসিলের ঘোষণাটি দেয়।

এদিন নাহিদের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে। পরে কমিশন সচিবের কাছ থেকে সনদ নেন। বৈঠকে খালেদা জিয়ার অসুস্থতা ও তফসিলের বিষয়টি উঠে আসে। রাজনৈতিক সংকটময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইসিকে তফসিল দেওয়ার আহ্বান জানায় এনসিপি।

সিইসির সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, তফসিলের বিষয়ে ইসি আমাদের সুস্পষ্টভাবে জানায়নি। ইসি মিডিয়ায় বলেছে— হয়তো আগামী এক-দুই সপ্তাহের মধ্যে দেবে। আমরা বলেছি, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে তারা যেন তফসিলের ঘোষণাটি দেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে
Next post হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
Close