Read Time:2 Minute, 19 Second

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডকে সম্পূর্ণরূপে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, বাংলাদেশের জনগণ নিজেদের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে সক্ষম।

শুক্রবার (২১ নভেম্বর) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি বলেন, ‘এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নিজেদের সমস্যা সমাধানে বাংলাদেশের জনগণই সবচেয়ে উপযুক্ত।’

এর আগে গত সোমবার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আদালত গত বছরের ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশের অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে।

১৫ মাস আগে ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে তিনি ভারতে পালিয়ে যান। ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগের নির্দেশ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়।

রায়ের পর বাংলাদেশ সরকার জানায়, শেখ হাসিনাকে ফেরত না পাঠানো ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির পরিপন্থী হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানো ভারতের বাধ্যবাধকতা।’

তবে ভারত এ বিষয়ে আগের সব অনুরোধ নাকচ করেছে। দেশটি জানায়, বাংলাদেশের শান্তি, গণতন্ত্র এবং স্থিতিশীলতার স্বার্থে তারা সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব : প্রধান উপদেষ্টা
Next post প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ
Close