Read Time:2 Minute, 27 Second

দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। ঢাকা মনে করছে, এই পদক্ষেপ বাংলাদেশ–ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক নয়।

বুধবার (১২ নভেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপহাইকমিশনার পবন ভাদেকে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক বুধবার (১২ নভেম্বর) সকালে পবন ভাদেকে মন্ত্রণালয়ে তলব করেন। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ প্রদানে গভীর উদ্বেগ জানানো হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ সময় ভারতীয় কূটনীতিকের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়— ‘ভারতের রাজধানীতে পলাতক সাবেক প্রধানমন্ত্রীর গণমাধ্যমে উপস্থিতি দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক সম্পর্কের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ‘বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন ও পলাতক এক ব্যক্তিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশবিরোধী ঘৃণামূলক বক্তব্য দেওয়ার মঞ্চ করে দেওয়া—এটি দুই দেশের সম্পর্কের জন্য মোটেও সহায়ক নয়।’

বাংলাদেশ আরও অনুরোধ জানিয়েছে, ‘ভারত যেন অবিলম্বে শেখ হাসিনার মূলধারার গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ বন্ধে পদক্ষেপ নেয়।’

মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতীয় উপহাইকমিশনারকে অনুরোধ করা হয়েছে, তিনি যেন এই উদ্বেগ ও অনুরোধটি অবিলম্বে নয়াদিল্লিতে পৌঁছে দেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
Next post গণভোটের চেয়ে আলুচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করা বেশি জরুরি
Close