Read Time:1 Minute, 52 Second

‘শাপলা’ আর ‘শাপলা কলি’ প্রতীকের মধ্যে পার্থক্য রয়েছে। নানা সমালোচনার মুখে প্রতীকের তালিকা সংশোধন করা হয়েছে। প্রয়োজন মনে করলে আবারও সংশোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

শাপলা বিধিমালায় না থাকায় কোনো দলকে প্রতীকটি দেওয়া যাবে না। তাহলে কোন বিবেচনায় শাপলা কলি প্রতীকটি বিধিমালায় যোগ করা হলো— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের প্রতীকের তালিকা নিয়ে অনেক সমালোচনা ছিল। তাই আগের তালিকা থেকে ১৬টা প্রতীক বাদ দিয়ে ১১৯টা প্রতীক সংরক্ষণ করা হয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসি মনে করেছে শাপলা কলি রাখা যেতে পারে। এটা কারও দাবির পরিপ্রেক্ষিতে করার অবকাশ নেই। আপনারা জানেন একটা দল শাপলা চেয়েছে। শাপলা প্রতীক আর শাপলা কলির মধ্যে পার্থক্য আছে। কমিশন মনে করেছে এটা করা যায়, তাই করা হয়েছে। যেহেতু বিরূপ কিছু মন্তব্য এসেছে, তাই কিছু বাদ দিয়ে কিছু যোগ করা হয়েছে।

আখতার আহমেদ বলেন, কে চেয়েছে বা না চেয়েছে সেটা নয়, শাপলা কলি ইসি মনে করেছে তাই যোগ করেছে। ভবিষ্যতে যদি মনে করে সেটা আবার পরিবর্তন করতে পারে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ১৮ অভিবাসীর মৃত্যু, বাংলাদেশিসহ উদ্ধার অনেকে
Next post ঐকমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে : মির্জা ফখরুল
Close