ভারতের বিহারে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘অবৈধ বাংলাদেশি অভিবাসীদের’ উপস্থিতি। বিজেপির শীর্ষ নেতারা, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইদানিং বাঙালিদের লক্ষ্য করে ‘অনুপ্রবেশকারী’ শব্দ প্রয়োগ করছেন। এই ইস্যুতে মোদির মন্তব্যের কড়া জবাব দিয়েছেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।
এবিপির প্রতিবেদনে বলা হয়ছে, মোদির অভিযোগ- কংগ্রেস ও আরজেডি বিহারে ‘অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে’।
এর প্রতিক্রিয়ায় ওয়াইসি বলেছেন, ‘মোদিজি, বিহারে বিশেষ করে সীমান্তাঞ্চলে কোনো বাংলাদেশি নেই। কিন্তু আপনার ঢাকার বোন দিল্লিতে বসবাস করছেন। তাকে বাংলাদেশে পাঠান, আমরা সীমান্তাঞ্চলে পৌঁছে দেব।’ এই মন্তব্যে তিনি সাবেক বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে সূক্ষ্ম আক্রমণ করেছেন।
বিহারে ‘অনুপ্রবেশকারী’ ইস্যু দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও নিরাপত্তা সংবেদনশীল বিষয়। বিশেষ করে নির্বাচনী ভোটার তালিকার বিশেষ পুনঃনিরীক্ষণ (এসআইআর) প্রক্রিয়ার কারণে বিতর্ক আরও বেড়েছে।
নির্বাচন কমিশন বলেছে, এই প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করে। তবে বিরোধীরা অভিযোগ করেছেন, এটি সুবিধাবঞ্চিত ও সংখ্যালঘুদের ভোটাধিকার হরণের একটি প্রচেষ্টা।
মোদির অভিযানের প্রতিক্রিয়ায় আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, ‘ধরা যাক বিহারে অনুপ্রবেশকারী আছে। তবে এখন পর্যন্ত কি হয়েছে? কেন্দ্র ও রাজ্যে ক্ষমতায় আছেন বহু বছর।’
এবারের বিতর্কে রাজনৈতিক প্রতিশোধ, নির্বাচনী কৌশল এবং নাগরিকত্ব ইস্যু মিলিত হয়ে বিহারের রাজনীতিকে আরও উত্তপ্ত করছে।
More Stories
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
এবার কলকাতা উপ-হাইকমিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ
দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।...
