Read Time:1 Minute, 41 Second

রাজধানীর বিজয়নগর এলাকায় লাঠিচার্জ ক‌রে গণঅ‌ধিকার প‌রিষ‌দের নেতাকর্মী‌দের ছত্রভঙ্গ ক‌রে দি‌য়ে‌ছে আইনশৃঙ্খলা বা‌হিনী। পু‌লিশ ও সেনা সদ‌স্যদের বাধার মু‌খে সংবাদ স‌ম্মেলন কর‌তে পা‌রে‌নি গণঅ‌ধিকার প‌রিষ‌দের সভাপ‌তি নুরুল হক নুর।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সা‌ড়ে ৯টার দি‌কে বিজয়নগর আল রা‌জি কম‌প্লেক্সের সাম‌নে সংবাদ স‌ম্মেলন করার আগ মুহূ‌র্তে আইনশৃঙ্খলা বা‌হিনীর সদস‌্যরা ধাওয়া ক‌রে নেতাকর্মী‌দের। এ সময় লা‌ঠিচা‌র্জে দল‌টির সভাপ‌তি নুরুল হক নুরসহ ৫০ জন আহত হ‌য়ে‌ছে ব‌লে দা‌বি ক‌রে‌ছে দল‌টির সাধারণ সম্পাদক রা‌শেদ খান।
গণঅ‌ধিকারের উচ্চতর প‌রিষ‌দের সদস্য আবু হা‌নিফ জানান, আহত নুর‌কে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক।
প‌রে পু‌লিশ ও সেনা সদস‌্যরা দল‌টির নেতাকর্মী‌দের ছত্রভঙ্গ ক‌রে দি‌লে বিজয়নগর এলাকা ছে‌ড়ে যায় তারা। পু‌রো এলাকা এখন শান্ত। দল‌টির নেতাকর্মী কেউ নেই। প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে পু‌লিশ ও সেনা সদস‌্য মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ‘জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে জাপা’
Next post জুলাই মাসে ৪৪৬.৬৮ মিলিয়ন ডলারের বিদেশি ঋণ পরিশোধ
Close