Read Time:4 Minute, 27 Second

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় রপ্তানির ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার কয়েকদিন পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিশ্ব অর্থনীতি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে এবং ভারতীয়দের দেশীয় পণ্য কেনার দিকে মনযোগী হওয়া উচিৎ।

শনিবার (২ জুলাই) নিজের নির্বাচনী এলাকা বারাণসীতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, ভারতকে নিজেদের অর্থনৈতিক অগ্রাধিকারের উপর মনোযোগ দিতে হবে। প্রতিটি নাগরিকের স্বদেশী পণ্য কেনার কেনার সংকল্প নেওয়া উচিত।

তিনি বলেন, আজ বিশ্ব অর্থনীতি অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে। অনিশ্চয়তার পরিবেশ বিরাজ করছে। এই পরিস্থিতিতে প্রতিটি দেশই তাদের নিজস্ব স্বার্থের দিকে মনোনিবেশ করছে। ভারতও বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে এবং তাই তাদের অর্থনৈতিক স্বার্থের প্রতি সতর্ক থাকতে হবে। আমাদের কৃষক, আমাদের শিল্প, আমাদের তরুণদের জন্য কর্মসংস্থান, তাদের স্বার্থ – এই সবকিছুই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এই দিকে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

মোদি আরও বলেন, কিন্তু, দেশের নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে… এটা শুধু মোদির নয়, সকলেরই বলা উচিত। যারা ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে চান, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো নেতার উচিত দেশের স্বার্থে কথা বলা এবং জনগণকে দেশীয় পণ্য কেনার সংকল্প নেওয়া…।

তিনি উল্লেখ করেন, যখন আমরা কিছু কেনার সিদ্ধান্ত নিই, তখন কেবল একটিই ব্যবস্থা থাকা উচিত – আমরা সেই জিনিসগুলো কিনব, যা তৈরিতে একজন ভারতীয় ঘাম ঝরিয়েছেন। ভারতের জনগণের দক্ষতা ব্যবহার করে, ভারতের জনগণের ঘাম ঝরিয়ে যা কিছু তৈরি করা হয়েছে, তা আমাদের জন্য ‘স্বদেশী’ (পণ্য)।

পাশাপাশি তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আপনাদের কাছেও বিশেষ অনুরোধ জানাতে চাই – যখন বিশ্ব এই অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমরা কেবল স্থানীয় পণ্য বিক্রি করব

আজ আমি ব্যবসায়িক জগতের আমার ভাই ও বোনদের কাছে, দোকানদারদের কাছে একটি বিশেষ অনুরোধ জানাতে চাই – যখন বিশ্ব এই অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমরাও কেবল স্থানীয় পণ্য বিক্রি করব

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ বলেন, আজ আমি ব্যবসায়িক জগতের আমার ভাই ও বোনদের কাছে, দোকানদারদের কাছে একটি বিশেষ অনুরোধ জানাতে চাই – যখন বিশ্ব এই অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমরাও কেবল স্থানীয় পণ্য বিক্রি করব। এটিই হবে সেরা সংকল্প… প্রতিটি কর্মে স্বদেশীর অনুভূতি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এটিই হবে মহাত্মা গান্ধীর প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। কেবলমাত্র সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা একটি উন্নত ভারতের স্বপ্ন পূরণ করতে পারি।

এর আগে গত বুধবার ভারত ও রাশিয়াকে ‘মৃত অর্থনীতি’ বলে কটাক্ষ করার পর ডোনাল্ড ট্রাম্প ২৫% শুল্ক আরোপের ঘোষণা দেন।

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ
Next post ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: উপদেষ্টা মাহফুজ
Close