Read Time:2 Minute, 18 Second

সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ স্পষ্ট করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে গণঅধিকার পরিষদের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, সরকারের পক্ষপাতদুষ্ট আচরণের প্রতিবাদ জানাচ্ছি, ড. ইউনুসের সরকারের প্রতি এমনটা প্রত্যাশা করি না। গত পরশুদিন সরকার দেশের প্রধান চারটি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করেছেন। অথচ একটি দলের যেখানে নিবন্ধনই নেই, সদ্য জন্ম লাভ করা। সরকারের পৃষ্টপোষকতা থেকে সরকারি সহযোগিতা নিয়ে এ দেশে অনেক কিংস পার্টি গড়ে উঠেছে পরে আবার হাওয়ায় মিশে গেছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সদ্য জন্ম নেওয়া একটি দলকে অর্থাৎ এনসিপিকে পৃষ্ঠপোষকতা করছে সেটি শুধুমাত্র গণঅধিকার পরিষদ নয়, দেশের অধিকাংশ সচেতন রাজনৈতিক মহল ও নাগরিকদের মতামত। এর মধ্যদিয়ে সরকার তার পক্ষপাতদুষ্ট আচরণ জনগণের সামনে পরিষ্কার করছে। আমরা বারবার সরকারকে সতর্ক করছি, সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে।

তিনি আরও বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে ফ্যাসিবাদীদের দোসররা তত দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধে দাবি মানুষের।

গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার শীর্ষক এ সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কুমিল্লা জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ‘ভারতীয় মুসলিমদের জোর করে বাংলাদেশে পাঠাচ্ছে মোদি সরকার’
Next post ক্ষমতা পেলে দলের মত দেশও নিয়ন্ত্রণ করতে পারবে জামায়াত: শফিকুর রহমান
Close