গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যতই বাধা, হামলা, হত্যাচেষ্টা হোক, দেশ গড়তে জুলাই পদযাত্রা থামবে না।
বৃহস্পতিবার ফরিদপুরে পূর্বনির্ধারিত সময়েই পথসভা অনুষ্ঠিত হবে। এরপর রাজবাড়ী, মানিকগঞ্জসহ পরবর্তী জেলাগুলোতে নির্ধারিত সময়েই পদযাত্রা যাবে।’
এ সময় গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘দেশবাসী ও বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে, আওয়ামী লীগ মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট জঙ্গি বাহিনীতে রূপান্তরিত হয়েছে। তারা আর গণতান্ত্রিক রাজনৈতিক দলের মধ্যে নেই। গণঅভ্যুত্থানের এতদিনে আবারও সেটি জনগণের সামনে স্পষ্ট হয়েছে।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘৫ আগস্টের পর থেকে আমরা শুনেছি, গোপালগঞ্জের ভেতরে ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্রে হয়েছে। সারাদেশে যাদের নামে মামলা হয়েছে, ফেরারি আসামি, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতারা রয়েছে, তারা সবাই গোপালগঞ্জে ছিলেন। তারা পরিকল্পিতভাবে গণঅভ্যুত্থানের এবং এনসিপির নেতাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।’
নাহিদ বলেন, ‘যে কোনো জেলায় যাওয়ার আগে প্রশাসনের সঙ্গে কথা বলে সিকিউরিটি ক্লিয়ারেন্স (নিরাপত্তা ছাড়পত্র) নিয়েই যাই। গোপালগঞ্জেও একইভাবে যাওয়া হয়েছে। গোপালগঞ্জের আইনশৃংখলা বাহিনী ও প্রশাসন আমাদের যে নির্দেশনা দিয়েছে, যে রুটে যেতে বলেছে, আমরা সেভাবেই গিয়েছি এবং আসার সময় যেভাবেই এসেছি। তারা আগে থেকে কঠোর ও সতর্ক হলে পরিস্থিতি সামাল দিতে পারত।’
তিনি আরও বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি চ্যালেঞ্জ নিয়েছিল ৩০ দিনে ৬৪ জেলায় যাবে। গোপালগঞ্জে আজ পথসভা হয়েছে, আগামীকাল (বৃহস্পতিবার) নির্ধারিত সময়ে ফরিদপুরে পথসভা হবে। এরপর ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ হয়ে চলতে থাকবে। যতোই বাঁধা-বিপত্তি, হামলা, হত্যা চেষ্টা হোক না কেন দেশ গড়তে জুলাই পথসভা থাকবে না। আজ মাদারীপুর ও শরিয়তপুরের পথসভা স্থগিত হয়েছে, সেটা পরে হবে।’
এক প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, ‘সভা-সমাবেশ করার অধিকার আমাদের আছে। গোপালগঞ্জে কেন যাবো না? সেটা নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকারের। প্রশাসনের ভেতর থেকে কোনো স্যাবোটাজ হয়েছে কিনা সেটাও তদন্ত করে দেখতে হবে। তাদের তৎপরতা নিয়েও সন্দেহ রয়েছে।’
‘মার্চ টু গোপালগঞ্জ’ প্রসঙ্গে তিনি বলেন, ‘সারাদেশেই পদযাত্রা ও মার্চ করছি, গোপালগঞ্জেও আলাদা কিছু ছিল না। গোপালগঞ্জে কর্মসূচি ১৫/২০ দিন আগে ঠিক করা। বরং আওয়ামী লীগ অনেকদিন ধরে পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। সরকার, আইনশৃংখলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে অনেক আগেই তৎপর হওয়া উচিত ছিল।’
আজকের এই হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় বিভিন্ন ছাত্রসংগঠন ও রাজনৈতিক দল প্রতিবাদ জানিয়েছে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাদের ধন্যবাদও কৃতজ্ঞতা জানান নাহিদ।
সংবাদ সম্মেলনে আকতার হোসেন, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি, সামান্থা শারমীন, তাসনিম জারাসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
More Stories
দায়িত্ব নেওয়ার সময় নির্বাচন দেওয়ার কোনো শর্ত ছিল না : সাখাওয়াত হোসেন
দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কি না, তা নির্বাচন কমিশনই বলতে পারবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার...
জামায়াত ধর্মকে ব্যবহার করে বিভাজন ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে : এনসিপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক...
আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে কাতারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় হযরত...
‘আমি ভালো আর সব খারাপ’— আওয়ামী আমলের এই প্রচার এখনো চলছে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি ভালো আর সব খারাপ। এ রকম একটি বিষয় আমরা দেখেছি ১৬ বছর ধরে।...
খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সকল অনুরোধ পূরণ করছে সরকার: প্রেস সচিব
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তার পরিবারের সকল অনুরোধ অন্তর্বর্তী সরকার পূরণ করছে বলে জানিয়েছেন...
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন শুরু রোববার
জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হচ্ছে রোবিবার (৭ ডিসেম্বর)।...
